আপনার লেখাটি দয়া করে একটি .txt বা .docx বা .pdf ফাইল হিসেবে অ্যাটা করে পাঠান। ইমেইলটির বিষয় হিসেবে অবশ্যই লিখুন “চতুরঙ্গ: {যে নামে প্রকাশ করতে চান সেটা}“। যারা চতুরঙ্গ লেখা পাঠাতে চান, ইমেইল- [email protected] করতে অনুরোধ করছি। আমরা আপনাদের ডকুমেন্ট চতুরঙ্গ প্রকাশের ব্যবস্থা করব।
চতুরঙ্গ যে কোন ধরনের “বাঙ্গালীর” প্রগতিশীল, বৈজ্ঞানিক ও যুক্তিবাদী চিন্তাধারার সাথে সম্পর্কযুক্ত রচনাকে স্বাগত জানায়। লেখকরা কোন পারিশ্রমিক দাবী করতে পারবেন না। বিশেষজ্ঞ কিংবা অবিশেষজ্ঞ সকল পেশার পাঠক, গবেষক, ছাত্র, নারী কিংবা তরুন সমাজ চতুরঙ্গ অভীষ্ট লেখক হিসেবে বিবেচিত হতে পারেন। চতুরঙ্গ সে সমস্ত ‘মৌলিক’ রচনাকেই সর্বাগ্রে গুরুত্ব দেয় যা আগে কোথাও
(ইন্টারনেটের ব্লগ, ফোরাম কিংবা পত্র-পত্রিকায় ) প্রকাশিত হয়নি। তবে প্রকাশ হয়েছে এমন লিখাও পাঠাতে পারেন। লেখা নির্বাচনের ক্ষেত্রে সম্পাদকের রায়ই চুড়ান্ত।