?? RSS —– সাম্প্রদায়িক না জাতীয়তাবাদী??

?? RSS —– সাম্প্রদায়িক না জাতীয়তাবাদী??
———————————————————————-

দীর্ঘ 90 বছর ধরে ষড়যন্র চলছে — হিন্দুর বিনাশ! সেই স্বাধীনতার আগে থেকেই! আজ আমার প্রয়াস —- সেই সব দেশদ্রোহীদের জবাব দেওয়ার। আপনারা কতটুকু জানেন RSS সম্পর্কে?? কি করে RSS??  জানুন,  শুনুন, বুঝুন —- তারপর না হয় সমালোচনা করবেন!

RSS মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। 27 শে সেপ্টেম্বর, 1925 RSS এর প্রতিষ্ঠা করেন মহান জাতীয়তাবাদী — ডঃ কেশব বলিরাম হেডগেওয়ার। ইনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। জাতীয় কংগ্রেসের অন্তর্গতও ছিলেন। পরে তিনি বুঝতে পারেন — বিশেষ শ্রেনীরই তোষণ চলছে! সার্বিক ভারতীয়দের উন্নতি বা মুক্তির কোন স্কোপ নাই! অসম্ভব অসঙ্গঠিত! জাত পাত সমস্ত সমানাধিকার নাই! জাতীয় কংগ্রেস পরিত্যাগ করে RSS এর প্রতিষ্ঠা করলেন। সবার জন্য সমানাধিকার —- এক দেশ এক নীতি!

RSS মানে —- নিঃশ্বার্থ দেশ সেবা। One way gate —- শুধু দেওয়ার — প্রাপ্তি যোগ কেবলমাত্র মানবের কল্যাণ! কোন আর্থিক লাভ নাই! এখনও পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় সামাজিক সংগঠন। অদ্ভুত রাজনীতি! সংখ্যা লঘুদের জন্য সবাই বলে —- সংখ্যা গরিষ্ঠদের জন্য কেউ না! জাতির ভ্রষ্ট জনকের সময় থেকেই নোংরা রাজনীতি চলে আসছে ! নোয়াখালি দাঙ্গার থেকে বড় প্রমান চাই নাকি!! সেখানেও বিশেষ সম্রদায়কেই প্রাধান্য দিয়েছিলেন — জাতির ভ্রষ্ট জনক! আর RSS বলে —- রামরাজ্য। আচ্ছা নিজের বুক হাত রেখে বলুন ত —- রামরাজ্যে কোন সম্প্রদায় অখুশী ছিল?? সমস্ত সম্প্রদায়ের অবাধ বিচরণ ছিল।
একটা ঘটনা মনে পড়ে গেল! দিল্লীর ডাঙ্গিতে একবার গান্ধীজী গেছেন। প্রথমে উনি এক মন্দিরে গীতা পাঠ করান! তারপর কোরান! তারপর মসজিদে কোরান পাঠের শেষে গীতা পাঠের নির্দেশ ছিল! গীতা পাঠ করতেই সমস্যা দেখা দেয়! উন্মত্ত শান্তির দূতেরা তাঁকে মারতে উদ্ধত হয়!  জান বাঁচান —- RSS!

এরপরেও দেশদ্রোহীরা বলেন —গান্ধীজিকে মারার পিছনে RSS  এর হাত আছে! গডসে কখনোই RSS এর সদস্য ছিলেন না! নিজেই স্বীকার করেছেন! কংগ্রেস 70 বছরেও প্রমাণ করতে পারে নি —- RSS সাম্প্রদায়িক!! পারে নি প্রমাণ করতে — মোদীজি দাঙ্গাবাজ!

90 বছরেরও বেশী সময় ধরে যেকোন প্রাকৃতিক বিপর্যয়ে — সব জায়গা থেকে সম্মান এসেছে! দীর্ঘজীবী হয়েছে RSS ! 1971 এ নিজ জীবন বিপন্ন করে সেনাকে খাদ্য ও রক্তদান করেছে —- RSS ! 1950 সালে কাশ্মীর যুদ্ধের সময় বরফ ঢাকা সেনাদের বিমানের “রানওয়ে” পরিষ্কার করেছে RSS!  বলিদান হয়েছে তরতাজা 6 টি প্রাণ! 1962 তে চীনের সঙ্গে যুদ্ধ!  দিল্লী পুলিশের পাশে দাঁড়িয়েছিল RSS! দিল্লীর সমস্ত ট্রাফিক কন্ট্রোল রেখেছিল RSS! অসম্ভব খুশী হয় চাচা নেহেরু! 1963 তে কুচকাওয়াজের জন্য আমন্ত্রণ জানায়  RSS কে! কিন্তু অদ্ভুত ভাবে গান্ধী হত্যার পরে RSS কে ব্যান করেছিল চাচা! কিন্তু ধোপে টিকল না! ব্যান ওঠাতে বাধ্য হন চাচা!

লাখ লাখ স্বয়ংসেবককে জেলে ভরেছেন চাচা! কিন্তু হার মানলেন “রুদ্র শক্তির” কাছে! তাই দেশদ্রোহীরা কখনোই RSS কে স্বীকৃতি দেবে না!  তাহলেই তাদের দালালী বন্ধ হয়ে যাবে! বন্ধ হয়ে যাবে —- ইনকামের উৎস!