Chayan দার কলম থেকে-

হিন্দু নির্যাতনের জন্য আওরঙ্গজেব যে দুই সেনাপতির ওপর সবচেয়ে বেশি নির্ভর করতেন, তারা দুজনেই রাজপুত- জয়সিংহ এবং যশবন্ত সিংহ।

শ্রদ্ধেয় ছত্রপতি শিবাজিকে বাগে আনতে আওরঙ্গজেব বা বিজপুরের সমস্ত মুসলিম সেনাপতি নাকানিচোবানি খেয়েছিলেন।

তারপরে শিবাজিকে কব্জা করতে আওরঙ্গজেব যাকে দায়িত্ব দেন, তিনি হলেন রাজপুত রাজা জয়সিংহ।

জয়সিংহ শিবাজিকে পরাস্ত করে সন্ধি স্বাক্ষর করেন। এবং ওনার কথার বিশ্বাস করে আওরঙ্গজেবের দরবারে এসে শিবাজিকে বন্দী হতে হয়।

কার্নি সেনার হয়ে যেসব বিরাট হিন্দু বাংলায় বসেই বাঙালিকে ইতিহাস নিয়ে জ্ঞান দিচ্ছেন, তারা মাথায় রাখবেন।। লজ্জার ইতিহাস আরো আছে, আপাতত এটুকুই থাক।