জুয়েল চন্দ্র শীল নামের একজন অনলাইন এক্টিভিস্টকে কাস্টমস আটক করে জেলহাজতে পাঠিয়েছে। ভারত যাবার সময় বেনাপোল ইমিগ্রেশন তার পাসপোর্ট কালো তালিকাভুক্ত চিহিৃত করে তাকে আটকে দেয়। ফেনীতে তার নামে কুখ্যাত ৫৭ ধারায় মামলা হয়েছিলো। আমাদের নিশ্চয় বলার দরকার নেই অনলাইনে কেউ মোল্লা ইসলাম জিহাদের সমালোচনা করলেই সেটা ৫৭ ধারায় মামলা হয়। সেই মামলায় অতি সাধারণ কিছু মানুষ যাদের সম্বল কম্পিউটারের কি-বোর্ড, যারা একেকজন বিচ্ছিন্ন দ্বীপের মত নিঃসঙ্গ, যাদের লেখা মানুষ ইচ্ছা করলেই ইগ্নোর করে যেতে পারে, তারা মাইক লাগিয়ে রাতভর মানুষকে তাদের কথা শুনতে বাধ্য করে না, নিজেরা যা সত্য বলে জানে তা অন্যকে মান্য করতে বাধ্য করে না, ভিন্ন মতালম্বীদের হত্যা করার ফতোয়া দেয় না- এরকম ছাপোষা অনলাইন লেখক, এক্টভিস্টরা জামিন অযোগ্য অপরাধী! এই ভয়ংকর অপরাধীরা যাতে দেশ ত্যাগ করতে না পারে তার জন্য তাদের পাসপোর্ট নাম ঠিকানা কালো তালিকাভুক্ত করে রাখা হয়। আর যারা চাপাতি নিয়ে ঘুরে তারা ধরা পড়লে ছিচকে চোরদের মামলায় আটক করা হবে। অতি সহজে আদালত এইসব খুনিদের জামিন দিয়ে দেয়। ভয়ংকর এইসব জঙ্গি জিহাদীরা ধরা পড়ে আদালত থেকে জামিন নিয়ে অনায়েশে দেশের বর্ডার পার হয়ে যায় ভিসা-পাসপোর্ট নিয়েই। ঠান্ডা মাথায় যারা নিলয়, ওয়াশিকুর বাবু, অনন্ত, অভিজিৎকে কুপিয়েছিলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চার্চের ফাদার, ধর্মান্তরিত খ্রিস্টান, মাওলানা ফারুকীদের মত ভিন্ন মতালম্বী আলেমদের যারা চাপাতি দিয়ে কুপিয় খুন করেছিলো তাদের দেশ ত্যাগ হতে কোন সমস্যা হয়নি। কারণ এদের গ্রেফতার করা হয় সাধারণ সন্ত্রাস দমন আইনে।
আহসান মনজিল দেখতে গেলেও আজো মানুষ ঢাকার নবাবদের সন্মান করে। নাবাবদের সব কাজ ভাল ছিলো বা তাদের প্রতি সাধারণ মানুষদের কোন অভিযোগ নেই তাও নয়, তবু সেই নবাবী আমলের নবাব বাড়ী, তার ইতিহাস, এমন কি এই পরিবারের লোকজনকে যারা এখনো বেঁচে আছেন মানুষ তাদের এক ধরণের বিনম্র শ্রদ্ধার চোখেই দেখে। চাকমাদের তো আর সেই রাজ্য নেই। তবু তারা আজো রাজা রানীকে সন্মান করে। প্রতিটি বাংলাদেশী হোক সে পাহাড়ী কি বাঙালী, পাহাড়ী আদীবাসীদের রাজা, রাজ পরিবারগুলোকে বিনম্র শ্রদ্ধার চোখে দেখাই যে কোন সভ্য জাতির নিদর্শন। অথচ কতখানি নির্লজ্জ্ব আর অসভ্যতা প্রদর্শন করলেন একটি জাতির ঐতিহ্যের অংশ হিসেবে সন্মান করা ‘রানী মাতাকে’ রাষ্ট্রের একটি বাহিনীর অতি নিন্ম স্তরের সিপাহীরা নাজেহাল করতে পারে! ধিক! ধিক!!
#এটা একটা বর্বর অসভ্য_ধর্মবাদী রাষ্ট্র