Home Bangla Blog যে ব্রাহ্মন যে শুদ্রের বাড়িতে গিয়ে কিছুই খায় না।

যে ব্রাহ্মন যে শুদ্রের বাড়িতে গিয়ে কিছুই খায় না।

171

ব্রাহ্মন যে শুদ্রের বাড়িতে গিয়ে কিছুই খায় না। নিচের ব্যক্তি গুলোর নাম ও পরিচয় সেই টাইপের ব্যক্তির জন্যে.–
.
১। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বা
ব্যাস দেব- যার মাতা জেলে ছিল।
.
২। মহর্ষি বাল্মিকি-রামায়ণের
রচয়িতা। যিনি একজন নিম্নবর্ণের
হিন্দু ছিলেন।
.
৩। মহর্ষি ঐতরেয়- ঐতরেয় উপনিষদের
রচয়িতা। যার মা শুদ্র ছিলেন।
.
৪। মহর্ষি পরাশর- যার পিতা চন্ডাল
(শুদ্রের মধ্যে সর্বনিম্ন) ছিলেন।
.
৫। মহর্ষি বশিষ্ঠ- যার মাতা পতিতা
ছিলেন।
.
৬। পন্ডিত বিদূর- ধৃতরাষ্ট্রের মন্ত্রী।
যার মা নিম্নবর্ণের দাসী ছিলেন
কিন্তু তিনি ব্রাহ্মণের মর্যাদা
পান।
.
৭। ঋষি সত্যকাম জাবালা- যার
উল্লেখ ছান্দোগ্য উপনিষদে
রয়েছে। তিনি একজন পতিতাপুত্র
ছিলেন। কোন পিতৃ পরিচয় ছিল না।
.
৮। মহর্ষি বিশ্বামিত্র – শুদ্র
মতান্তরে ক্ষত্রিয় ছিলেন।
.
৯। কোশিক মুণি- শুদ্রজাত।
.
১০। মহর্ষি শঙ্করাচার্যের গুরু একজন
পতিত/দলিত সম্প্রদায়ের ছিলেন।
.
১১। ঋষি মাতঙ্গ – নিম্নবর্ণের হিন্দু
ছিলেন।

আর অস্পৃশ্যতা বা অন্ন পাপ বলে যা
প্রচার করেন তা করে আপনারা
স্বয়ং ভগবান শ্রীরামের অপমান
করেন। শ্রীরামের বন্ধু ছিলেন গুহক
চন্ডাল।

%d bloggers like this: