আসুন জেনে নিই কিছু প্রয়োজনীয় তথ্য।

আসুন জেনে নিই কিছু প্রয়োজনীয় তথ্য।

★দুইপক্ষ – কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ।
★দুই অয়ণ=উত্তরায়ণ,,দক্ষিণায়ন।
★ত্রি ভুবন – স্বর্গ, মর্ত, পাতাল।

★ত্রিফলা – হরীতকী, বিভীতকী বা বহেড়া,আমলকী।
★ত্রিধারা – মন্দাকিনী, অলকানন্দা,ভোগবতী।★ত্রিশক্তি – কালী, তারা, ত্রিপুরা।
★ত্রিকাল – অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
★ত্রিকুল – পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল।★ত্রিবেণী – গঙ্গা, যমুনা, সরস্বতী।
★ত্রিপিটক – সূত্র, বিনয়, অভিধর্ম।
★ত্রিরত্ন – বুদ্ধ, ধর্ম, সংঘ।
★ত্রিবর্গ – ধর্ম, অর্থ, কাম।
★গরমমশলা – দারুচিনি, লবঙ্গ, ছোটো এলাচ।★চারবেদ – ঋক, সাম, যজু, অথর্ব।
★চারযুগ – সত্য, ত্রেতা দ্বাপর, কলি।
★চতুর্বর্গ – ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
★চতুরঙ্গ সেনা – হস্তী, অশ্ব, রথ,পদাতিক।★চতুর্ধাম – রামনাথ, বৈদ্যনাথ, জগন্নাথ,দ্বারকানাথ।

★চতুরাশ্রম – ব্রহ্মচর্য, গার্হস্থ্য,বানপ্রস্থ, সন্ন্যাস।

★চতুর্বর্ণ – ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র।

★পঞ্চবাণ – সম্মোহন, উন্মাদন, শোষণ,তাপন,
স্তম্ভন।

★পঞ্চগঙ্গা – ভাগীরথী, গোমতী,কৃষ্ণবেণী, পিনাকিনী, কাবেরী।

★পঞ্চনদী – কিরণা, ধূতপাপা, সরস্বতী, গঙ্গা, যমুনা।

★পঞ্চনদ – ঝিলম বা বিতস্তা, চন্দ্রভাগা,ইরাবতী, বিপাশা, শতদ্রু।

★পাঁচফোড়ন – মৌরি, মেথি,কালোজিরে,জিরে, রাঁধুনি।

★পঞ্চধান্য – শালি, ব্রীহি, শূক, শিম্বি, ক্ষুদ্র।

★পঞ্চবটী – অশ্বত্থ, বট, বিল্ব, আমলকী,অশোক।

★পঞ্চপ্রাণ – প্রাণ, অপান, সমান, উদান,ব্যান।

★পঞ্চমুক্তি – সার্ষ্টি, সারূপ্য, সালোক,সাযুজ্য, নির্বান।

★পঞ্চতীর্থ – কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা,প্রভাস, পুষ্কর।

★পঞ্চতিক্ত – নিম, গুলঞ্চ, বাসক, পলতা,কন্টকারী।

★পঞ্চনুন – সৌর্বচল, সৈন্ধ, বিট, ঔদ্ভিদ,সামুদ্রিক।

★পঞ্চগুণ – রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ।

★পঞ্চগব্য – দধি, দুগ্ধ, ঘৃত, গোমূত্র,গোময়।

★পঞ্চভুত – ক্ষিতি, অপ্, তেজঃ, মরুত,ব্যোম।

★পঞ্চ ‘ক’ – কেশ বা চুল, কাঙ্গা বাচিরুনি, কড়া বা কঙ্কণ বা বালা, কৃপাণবা ছুরি, কাশেরা।

★পঞ্চ ‘ম’ – মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ওমৈথুন।

★পঞ্চরত্ন – নীলকান্ত, হীরক, পদ্মরাগ,মুক্তা,প্রবাল।

★পঞ্চশস্য – ধান, যব, মাষ, তিল, মুগ।

★পঞ্চামৃত – দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি।

★পঞ্চায়ুধ – তরবারি, শক্তি, ধনুক, বর্ম,পরশু বা কুঠার।

★পঞ্চপল্লব – আম, অশ্বত্থ, পাকুড়, বট, যজ্ঞডুমুর।

★পঞ্চোপচার – গন্ধ, পুষ্প, ধূপ, দীপ,নৈবেদ্য।

★পঞ্চপাণ্ডব – যুধিষ্ঠির, ভীম, অর্জুন,নকুল,সহদেব।

★পঞ্চকন্যা – অহল্যা, দ্রৌপদী, কুন্তি,তারা,মন্দোদরী

★অষ্টকুলাচল (পৌরাণিক)- হিমালয়,মহেন্দ্র, মলয়, সহ্য, শক্তিমান, ঋক্ষ,বিন্ধ্য, পরিপাত্র বা পরিযাত্র।
★অষ্টনাগ (পৌরাণিক) – বাসুকি বাভোগীন্দ্র, তক্ষক, অনন্ত, পদ্ম, মহাপদ্ম,কুলীর, কর্কট, শঙ্খ।

★অষ্টসিদ্ধি – অণিমা, লঘিমা, গরিমা,প্রাপ্তি,প্রাকাম্য, ,মহিমা, ঈশিত্ব,বশিত্ব।

★অষ্টদিগগজ – ঐরাবত, পুণ্ডরীক, বামন,কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম,সুপ্রতীক।

★অষ্টনায়িকা – মঙ্গলা, বিজয়া, ভদ্রা,জয়ন্তী, অপরাজিতা, নন্দিনী,নারসিংহী, কৌমারী।

★অষ্টধর্ম – সত্য, শৌচ, অহিংসা, অনসূয়া,ক্ষমা, অনৃশংস্য, অকার্পণ্য, সন্তোষ।

★অষ্টগ্রহ – বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল,বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।

★নবগ্রহ (পৌরাণিক) – সূর্য, চন্দ্র, মঙ্গল,বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু।

★নবরত্ন – ধন্বন্তরি, ক্ষপণক, অমরসিংহ,শঙ্কু, বেতালভট্ট, ঘটকর্পর, কালিদাস,বরাহমিহির, বররুচি।

★নবদুর্গা – শৈলপুত্রী বা পার্বতী,ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা,কুষ্মাণ্ডা,স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি,মহাগৌরী, সিদ্ধিদা।

★নবরস – আদি বা শৃঙ্গার, হাস্য, করুণ,রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত,শান্ত।

★নব গুণ – আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা,তীর্থদর্শন, নিষ্ঠা, আবৃত্তি, তপ, দান।★নব শাখ – তাঁতি, মালাকার, সদগোপ,নাপিত, বারুই, কামার, কুমোর, তিলি,ময়রা।

★একাদশরুদ্র – অজ, একপাদ, অতিব্রধ্ন,পিনাকী, অপরাজিত, ত্র্যম্বক, মহেশ্বর,বৃষাকপি, শম্ভু, হর, ঈশ্বর।★বারোমাস – বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়,শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্ত্তিক,অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র।

★বারো রাশিচক্র – মেষ, বৃষ, মিথুন,কর্কট,সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর,কুম্ভ, মীন।

👉 ভালো লাগলে সকলে জানার জন্য শেয়ার করুন।