এককালে যে ভারতবর্ষ গান্ধার থেকে ব্রহ্মদেশ পর্যন্ত বিস্তৃত ছিল তা আজ ছোট হতে, হতে এই পর্যায়ে দাঁড়িয়েছে।
একটা ছোট্ট গল্প বলি ….৷ এক পন্ডিত একবার জঙ্গলের পথে বাড়ি ফিরছিলেন ৷ পথিমধ্যে এক ব্যাধের সঙ্গে দেখা হয় ৷ ব্যাধ তাকে বলে, “পন্ডিত মশাই ওই পথে যাবেন না ওই দিকে ব্যাঘ্র আছে” ৷ পন্ডিত কর্ণপাত করলেন না ৷ তখন ব্যাধ পিছন থেকে বললেন যে, “পন্ডিত মশাই ব্যাঘ্র কি জিনিস আপনি কী জানেন না?” পন্ডিত …