শ্রীজীব গোস্বামী বিখ্যাত রূপ ও সনাতন গোস্বামীর কনিষ্ঠ ভ্রুতা বল্লভের পুত্র। রূপগোস্বামী, সনাতন গোস্বামী ও বল্লভের জন্মস্থান বর্তমান যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমভাগ গ্রামে। পৈত্রিক সূত্রে জীব গোস্বামী অভয়নগরের মানুষ। তবে তিনি জন্ম গ্রহন করেছিলেন চন্দ্রদ্বীপে। স্ত্রীজীব গোস্বামী জন্ম গ্রহণ করেন আনুমানিক ১৫১৩ সালে। ইতিহাস পাঠে জানা যায়, রূপ ও সনাতন গোস্বামীর বৈষ্ণর ধর্ম গ্রহণের পরে ঐ ধর্ম গ্রহণের জন্য শ্রীজীবও ব্যাকুল হন। এবং প্রেম ভাগে অবস্থান করেন। ‘ভাতরত্মকর’ গ্রন্থে লিখিত হয়েছে:
‘শ্রীজীব সঙ্গের লোক বিদায় করিয়া ফাতেহা হইতে চলে একভৃত্য লইয়া।’
ফাতেহা অথাৎ ফাতেহাবাদ হতে শ্রীজীবের গৃহত্যাগের কথা বলা হয়েছে। ফাতেহাবাদ
সরকারের অধীন প্রেম ভাগই থেকেই তিনি যাত্রা করেন। অভয়নগরের প্রেমভাগ হতে
১৫৩৩ সালে শ্রীজীব
শ্রীজীব
গোস্বামী রচনাবলীঃব্রহ্মসংহিতা ও রূপ গোস্বামী রচিত :
- ভক্তি রসামৃত সিদ্ধ ও উজ্জ্বল নীলমণির টীকা।
- ষটসদর্ভ
- গোপালচম্পু
-
হরিনামামৃত
শ্রী গোস্বামী মৌলিক রচনা শেষোক্ত গ্রন্থটি।
তথ্য সংগ্রহ :
বাংলা সাহিত্য যশোরের অবদান
লেখক :
মোঃ শাহাদত আলী আনসারী।
সংগ্রহ:
কবি মহসিন হোসাইন