Home Bangla Blog কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরার……!!!!

কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরার……!!!!

197

১৯৪৮ সালে হিংসার কারণে কাশ্মীর ছাড়তে বাধ্য হন কাশ্মীরি পণ্ডিতরা। সেই শুরু।
১৯৫০ সালে ভূমি সংস্কারের জেরে আবারও কোপ নেমে আসে পণ্ডিতদের উপর।
তারপর নয়ের দশকে আবার।
এবারে জঙ্গিদের উপদ্রব বাড়তে শুরু করে কাশ্মীরে।
জঙ্গিদের অত্যাচারে পণ্ডিত সহ অন্য সম্প্রদায়ের মানুষ কাশ্মীর ছাড়তে বাধ্য হয়।

২৭ বছরের প্রতীক্ষার অবসান।
কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরার সুযোগ করে দিল জম্মু ও কাশ্মীর বিধানসভা।
কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরাতে একটি প্রস্তাব আজ বিধানসভায় সর্বসম্মতভাবে পাশ হল।
সেখানে কাশ্মীরি পণ্ডিত এবং অভিবাসীদের উপত্যকায় ফেরানোর কথা বলা হয়েছে।

বিধানসভার অধ্যক্ষ কবিন্দর গুপ্তা জানিয়েছেন, নিরাপদে যাতে কাশ্মীরি পণ্ডিত সহ
বাকি অধিবাসীরা এখানে ফিরে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে।

%d bloggers like this: