‘হেলমেট গান’ মাথায় নিয়েই এবার যুদ্ধে নামবে সেনাবাহিনী

হেলমেট গান! পরিস্থিতি বেগতিক বুঝলেই এই হেলমেট থেকে ছুটে আসবে একের পর এক গুলি৷ অবাক লাগছে? কিন্তু এটাই সত্যিই৷ বারাণসীর এক বাসিন্দা শ্যাম চৌরাসিয়া আবিষ্কার করেছে এই অদ্ভুত এক হেলমেট৷ যার মধ্যে হেলমেটের নির্দিষ্ট ফিচার ছাড়াও রয়েছে বন্দুকের বিশেষ বৈশিষ্ঠ৷ এর মধ্যে রয়েছে বিশেষ ওয়ারলেস ট্রিগার৷ বন্দুক চালানোর জন্য রয়েছে বিশেষ রণকৌশল৷

এই ‘হেলমেট গান’ বানানোর আসল রহস্যটা কি? সেটা জানতে চাইলে শ্যাম জানিয়েছেন, মূলত ভারতীয় সেনাবাহিনীর জন্যই আবিষ্কার করেছেন তিনি এই বিশেষ হেলমেট৷ সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যেও সেনাবাহিনীরা যাতে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন সে জন্যই এই বিশেষ হেলমেট আবিষ্কার করেছেন শ্যাম৷ তিনি মনে করেছেন এই বিশেষ গান নিরাপত্তা বাহিনীদের নিরাপত্তা বৃদ্ধি করতে সক্ষম৷

এই হেলমেটের মধ্যে রয়েছে বিশেষ জিপিএস ব্যবস্থাও৷ সেনাদের গতিবিধিও লক্ষ করা যাবে এর মাধ্যমে সহজেই৷ এমনকি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ দিয়েও এই হেলমেটটাকে চালানো যাবে৷

তবে শ্যামের এই আবিষ্কার প্রথম নয়, এর আগেও ফেসবুক গান, সেনসর গান এবং ভারতীয় সেনাবাহিনীর জন্য সেফটি ট্রিগারও আবিষ্কার করেছেন তিনি৷