হিন্দুরা গরুর মাংস খাস না, কিন্তু গরুর চামড়ার জুতা পরে কেন??

জীবকে হত্যা করা মহাপাপ। কিন্তু মৃত জীবের দেহের অংশ ব্যবহার করা সনাতন ধর্মে বৈধ। যেমন মরণোত্তর চক্ষু, কিডনী, লিভার দান করা বৈধ। যেমন দধীচী মুনির অস্থি দিয়ে অস্ত্র বানিয়ে দেবরাজ ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেছিলেন। দধীচী যোগবলে স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলেন। তার মৃতদেহ থেকে অস্থি নিয়ে অস্ত্র বানানো হয়েছিল।

মৃত্যুর পর তো দেহ জড় পদার্থ। সেটা যদি জগত কল্যাণে কাজে লাগে সেটাতো মৃত্যুর পরও পুণ্যলাভের সুযোগ। তাই মৃত গরুর চামড়া থেকে নির্মিত ঢাক, ঢোল, জুতা, বেল্ট এগুলো বানানো ও ব্যবহার করা ধর্মসম্মত। তবে জীবিত গরুকে হত্যা করে নয়। গরুর স্বাভাবিক মৃত্যুর পর তার ক্ষুর, শিং ও চামড়া ব্যবহার করা যাবে। যেমন মানুষের চোখ বা কিডনী লাভের জন্য তাকে হত্যা করা অপরাধ।