আপনারা কয়েকদিন ধরেই লক্ষ্য করছেন যে আমাদের নিউস পেজগুলোতে একটি ভুলভাল ভরা তথ্য জি. এস. টি -র সম্বন্ধে, সবার সামনে পেশ করা হচ্ছে.
——————————————-
জি. এস. টি. কোনো দেশের অর্থনৈতিক বিষয়ের উপর নির্ভর করে৷
আর আমেরিকার জি. এস. টি. রেট ৭.৫% নয়,
গুগল অনুযায়ী ৩৫%
তেমনি অস্ট্রেলিয়ায় ২৮. ৫%–৩০%
চীনে ২৫%
জাপানে ৩২. ৫%
কোরিয়ায় ২৫%
মালেয়শিয়াই ২৫%
মেক্সিকোই ৩০%
নিউজিলেন্ডে ২৮%
পাকিস্তানে ৩৫%
দক্ষিণ আফ্রিকায় ২৮%
শ্রীলংকায় ১৫-৩০%
আর ভারতে ১৮-২৮%
মানে এই নয় যে সব জিনিষ উপর কর ২৮%.
আপনি যদি বিভিন্ন জিনিষপত্রে কর দেখলেই বুঝতে পারবেন
আগের থেকে ট্যাক্স বেশী করা হয়েছে সেগুলি হল
১.নেশা জাতীয় পন্য
২.ফ্রীজ
২.সিনেমা টিকিট
৩.রেস্টুরেন্ট
৫.তামাক দ্রব্য
ইত্যাদি
ইত্যাদি৷
বিশ্বাস না’ হলে সম্ভবত দুদিন আগের
দ্য হিন্দু
পেপারটা দেখতে পারেন৷
যেখানে নিত্য প্রয়োজনীয় বেশীর ভাগ জিনিষপত্রের দাম কমছে৷
আর যেসব জিনিষপত্রের দাম বাড়ছে সেগুলির সাথে
গরিব সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই৷
আর যে কোনো দেশে জি. এস. টি ” জি. এস. টি. কাউন্সিল” অনুযায়ী সময়মত নির্ধারিত হয়৷
সুতরাং ১৮% টা কোনো চীরস্থায়ী নয়,
দূই মাস পর পরিবর্তন হতে ও পারে৷
আর এটা নির্ধারণ করবে সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীগন সম্মানিত জি. এস. টি কমিটি৷
এর থেকে কোলকাতাই একটা একটা লেপটপের দাম যা হবে, মুম্বাই তেও তাই হবে৷
দ্বিতীয়তঃ তেল প্রসঙ্গে
আসি আন্তর্জাতিক বাজারে কাচা তেল,
ডিজেলের মূল্য ০.৮৯ ইউ. এস. ডলার আই.ই =৫৪টাকা/লিটার
আর আপনি যদি বিজ্ঞানে বিশ্বাসি হলে
ভালভাবেই জানবেন কাচা তেল সরাসরি ইঞ্জিনে ব্যবহার হয় না৷
এটাকে প্রথমে রিফাইন্ড করা হয়৷
আপনি গুগুল এ দেখতে পারেন পার্শ্ববর্তী দেশে তেলের দাম
১.বাংলাদেশ
ডিজেল-৬৯ টাকা/লিটার
পেট্রল – ৯২ টাকা/লিটার
২.চিন
ডিজেল-৫২ টাকা/লিটার
পেট্রল-৬৫টাকা/লিটার
সেখানে ভারতে
ডিজেল~৬০ টাকা/লিটার
পেট্রল~৭২টাকা/লিটার
(স্থায়ী নয় )
আন্তর্জাতিক বাজারে তেলের দাম আপনকে কে বলল ৫০ ডলার প্রতি ব্যরেল?
আর আন্তর্জাতিক মূল্য যা হবে,প্রতিটি দেশে তেলের সেই মূল্যই হতে হবে তার কোনো মানে নেই৷
এটা ন্যাশনাল ষ্টক এক্সচেঞ্জ এবং টাকার দামের উপর নির্ভর করে দাম নির্ধারিত হয়৷
কারনটা একজন অর্থনীতিবিদ আপনাকে ভালভাবে বুজিয়ে দেবে৷
আর আমাদের দেশ গরিব, মোদীর জন্য
নয়, ৬০ বছর ধরে চলে আসা দুর্নীতি ও স্বার্থপর রাজনীতির জন্য৷
আর যেটা গ্যাস সিলিন্ডারের সাবসিডির কথা বলছেন, এটা শুনে খুশি হওয়া উচিত যে, ভারত সরকার আপনাকে সাবসিডি দিচ্ছে, বিশ্বের বেশির ভাগ দেশ সিলিন্ডারের উপর সাবসিডি দেয়না, সেখানে ভারত সরকার আপনাকে সাবসিডি দেয়….
আর এই সমস্ত ভুলে ভরা ফেক নিউস প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আর কিছুই নই..|