Skip to content
  • DURMOR-বাংলা
  • যোগাযোগ
  • সহায়িকা
  • নীতিমালা
DURMOR-বাংলা
Subscribe
Subscribe
  • Home
  • Bangla Blog
  • ধর্ম
  • ইতিহাস
  • রাজনীতি
  • বৈদিক সভ্যতা
  • চলমান
  • ব্যক্তিত্ব
  • সংস্কৃতি
  • শিল্প ও সাহিত্য
  • বিশ্ব
Search
DURMOR-বাংলা
ব্রহ্ম কাল গণনা

ব্রহ্ম কাল গণনা : সনাতন ধর্ম অনুসারে, আমরা সময়ের কোন স্তরে আছি?

Bangla Blog, ধর্ম / By TuDo

ব্রহ্ম কাল গণনা : সনাতন ধর্ম অনুসারে, আমরা সময়ের কোন স্তরে আছি?  হিন্দু সৃষ্টিতত্ত্ব অনুযায়ী প্রায় ৮৬৪ কোটি বছর পরপর ব্রহ্মাণ্ড সৃষ্টি ও ধ্বংস হয় এবং এই প্রক্রিয়া চক্রাকারে চলতে থাকে।

 

প্রতিটি মহাবিশ্ব ৪.৩২ বিলিয়ন বছর সময়কাল ধরে স্থায়ী হয়। এই সময়কালকে এক কল্প বা ব্রহ্মার এক দিন বলা হয়। এক কল্পের সমান সময়কাল পরে আসে ব্রহ্মাণ্ডের প্রলয় বা রাত।

 

পৃথিবীর বসয় কত? হিন্দুধর্ম মতে, আমরা সময়ের কোন স্তরে আছি? বর্তমানে, ব্রহ্মার পঞ্চাশ বছর পার হয়েছে। যেহেতু, ব্রাহ্মার পঞ্চাশ বছর পার হয়েছে, এটি দ্বিতীয় পরার্ধ। (ব্রহ্মার ৫০ বছর = ১ পরার্ধ)
ব্রহ্মার এর আগের দিনের নাম ছিল পদ্ম কল্প। এটি ব্রহ্মার ৫১তম বর্ষের প্রথম দিন। এই দিনের নাম শ্রী শ্বেত বরাহ কল্প।

[মার্কণ্ডেয় পুরাণ]

এই কল্পের ১৪ মন্বন্তরের মধ্যে ৬ মন্বন্তর পার হয়েছে। এটি ৭ম মন্বন্তর, নাম বৈবস্বাৎ মন্বন্তর।

এই মন্বন্তরের ২৭টি মহাযুগ এবং ২৮ তম মহাযুগের সত্য, ত্রেতা এবং দ্বাপর যুগ পার হয়ে, কলিযুগ চলছে।

কলিযুগ শুরু হয়েছে মহাভারতের যুগের শেষে, ৩১০২ খ্রিষ্টপূর্বাব্দে।

৩১৪০ খ্রীস্টপূর্বাব্দের মাঘ মাসের পূর্ণিমায় (শুক্রবার) কলিযুগের উৎপত্তি ঘটে (যার ৪ দিন আগে ভীষ্ম দেহত্যাগ করে) এবং কার্যকরী ভাবে দেখা দেয় ৩৭ বছর পরে শ্রীকৃষ্ণের মৃত্যুর পরের দিন, ৩১০২ খ্রীস্টপূর্বাাব্দের চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথিতে (বসন্ত নবরাত্রির প্রথম দিনে/ বিক্রমসম্বতের পহেলা দিন (চান্দ্র পহেলা চৈত্র)/ বাসন্তী পূজার প্রতিপদের দিন)। অর্থাৎ, কলিযুগের ৪৩২,০০০ বছরের মধ্যে ৫১২০ বছর পার হয়েছে। (সন ২০১৮ খ্রিষ্টাব্দে)ব্রহ্ম কাল গণনা 

তো দেখা যাক, কতবছর পার হয়েছে এবং কালের কোন স্থরে আমরা আছি।

সময় গণনা

বিভিন্ন গ্রন্থের থেকে সময় কিছুটা এমন পাওয়া যায়।

১. ব্রহ্ম কাল

সবার প্রথমে আসে, পুরুষ ও প্রকৃতি। পুরুষ মহাবিষ্ণু বা কারণোদকস্য বিষ্ণু।তিনি অনাদি-অনন্ত। তার মধ্যে থাকে প্রকৃতি। এবং তাদের মধ্যে থেকেই সৃষ্টি হয়েছে হিরণ্যগর্ভ (ব্রহ্মাণ্ড/ মহাবিশ্ব)।
[আমি এখানে সৃষ্টি রহস্য বর্ণনা করছি না, কারণ এতে বিষয় ঘুরিয়ে নিয়ে যাবে]

এটিই একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ড নয়, এটি ছাড়াও আরও হাজারো ব্রহ্মাণ্ড আছে। এটি সেই হাজারো ব্রহ্মাণ্ডের একটি। প্রত্যেক ব্রহ্মাণ্ডের একজনই ব্রহ্মা থাকে। তার জন্ম হয়েছে ব্রহ্মাণ্ডিয় বিষ্ণ বা ক্ষীরোদকস্য বিষ্ণু হতে। ব্রহ্মার যেমন জন্ম আছে তেমনি মৃত্যুও আছে। এই পর্যন্ত ব্রহ্মা ৬ বার জন্মগ্রহণ করে মৃত্যু বরণ করেছেন। এটি সপ্তম ব্রহ্মার সময় চলছে। এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মাদের নাম -ব্রহ্ম কাল গণনা 

১. বিরিঞ্চি প্রজাপতি

২. পদ্মভূ প্রজাপতি

৩. স্বয়ম্ভূ প্রজাপতি

৪. পরমেষ্ঠী প্রজাপতি

৫. সুরজেষ্ঠ প্রজাপতি

৬. হেমাগর্ভ প্রজাপতি

৭. সতানন্দ প্রজাপতি (বর্তমান ব্রহ্মা)

৮. চতুর্মুখ প্রজাপতি

৯. হনুমান প্রজাপতি (সহ আরো অনেক)

যদি পুজার সময় ঠিক মতো মনোযোগ দিয়ে থাকেন তাহলে পূজা সংকল্প কালে এই চরণ গুলো শুনে থাকবেন –

” ॐ বিষ্ণুঃ বিষ্ণুঃ বিষ্ণুঃ ॐ
শ্রী গোবিন্দ গোবিন্দ মহাপুরুষস্য
বিষ্ণুরাজ্ঞায়া প্রাবর্তমানস্য
অদ্যব্রহ্মণঃ দ্বিতীয় পরার্ধে
শ্রী শ্বেত বরাহ কল্পে বৈবস্বাত মন্বন্তরে
অষ্টাবিংশতমে যুগে কলিযুগে কলি প্রথম চরণে….”
[শুধু প্রয়োজনীয় অংশ লেখা হয়েছে ]

এবার দেখুন অদ্যব্রহ্মণঃ ব্রহ্ম কাল গণনা অর্থাৎ বর্তমান ব্রহ্মার সময় কালে, দ্বিতীয়পরার্ধে অর্থাৎ ৫০ বছর পরে (৫১তম বর্ষে), শ্রী শ্বেত বরাহ কল্পে অর্থাৎ ব্রহ্মার এই দিনের নাম শ্রী শ্বেত বরাহ কল্প, বৈবস্বাত মন্বন্তরে মানে বৈবস্বাত মনুর সময় কালে, অষ্টাবিংশতমে যুগে মানে ২৮ তম মহাযুগে, কলিযুগে অর্থাৎ এই মহাযুগের কলি কালে, কলিপ্রথম চরণে মানে কলিযুগের প্রথম ভাগে…..

তো এখানে সময়ের স্পষ্ট বর্ণনা পাওয়া যায়।

কিছু তথ্য –

১. ১ ব্রহ্মা আয়ু = ১০০ ব্রহ্ম বর্ষ

২. ১ ব্রহ্ম বর্ষ = ৩৬০ ব্রহ্ম অহোরাত্রি

৩. ১ ব্রহ্ম অহোরাত্রি = ১ ব্রহ্ম দিবস + ১ ব্রহ্ম রাত্রি = ২ কল্প [১ ব্রহ্ম দিবস = ১ ব্রহ্ম রাত্রি = ১ কল্প]

৪. ১ কল্প =১০০০ মহাযুগ

৫. ১ মহাযুগ (চতুর্যুগ) = ৪,৩২০,০০০ বছর = সত্য যুগের ৪ × ৪৩২,০০০ বছর + ত্রেতা যুগের ৩ × ৪৩২,০০০ বছর + দ্বাপর যুগের ২ × ৪৩২,০০০ বছর + কলিযুগের ৪৩২,০০০ বছর

৬. সত্য যুগ = ১,৭২৮,০০০ বছর

৭. ত্রেতা যুগ = ১,২৯৬,০০০ বছর

৮. দ্বাপরযুগ = ৮৬৪,০০০ বছর

৮. কলিযুগ = ৪৩২,০০০ বছর

২. মন্বন্তর কাল

আগেই বলেছি এটা বৈবস্বাত মন্বন্তর। প্রতি কল্পে ১৪ জন মনু জন্ম নেন। এই কল্পের মনুগণ যথাক্রমে –

১. স্বয়ম্ভূ মনু

২. স্বরোচিষ মনু

৩. উত্তমোজ মনু

৪. তাপস মনু

৫. রৈবত মনু

৬. চাক্ষুষা মনু

৭. বৈবস্বাত মনু (বর্তমান মনু)

৮. সাবর্ণি মনু

৯. দক্ষ সাবর্ণি মনু

১০. ব্রহ্ম সাবর্ণি মনু

১১. ধর্ম সাবর্ণি মনু

১২. রুদ্র সাবর্ণি মনু

১৩. দেবা সাবর্ণি মনু

১৪. ইন্দ্র সাবর্ণি মনু

দুই মনু জন্মের অন্তর্বর্তী কালকে মন্বন্তর বলে। এটি বৈবস্বাত মন্বন্তর। অর্থাৎ, বৈবস্বাত মনু আর সাবর্ণি মনুর মধ্যবর্তি সময়।

এই মন্বন্তরের ২৭টি মহাযুগ পার হয়ে ২৮তম মহাযুগের সত্য, ত্রেতা ও দ্বাপর যুগ এবং কলির ৫১২০ বছর অতিক্রান্ত হয়েছে।
তাহলে দেখা যাক –

১. ১ কল্প = ১৪ মন্বন্তর = ১০০০ মহাযুগ

২. ১ মন্বন্তর = ১০০০ ÷ ১৪ মহাযুগ

মন্বন্তর কাল গণনা

১. ৬ মন্বন্তর
= ৬ × ১ মন্বন্তর
= ৬ ×১০০০ ÷ ১৪ মহাযুগ
= ৬ × ১০০০ ÷১৪ × ৪,৩২০,০০০ বছর
= ১,৮৫১,৪২৮,৫৭১ বছর

২. বর্তমান মনুর পার করা সময়
= ২৭ মহাযুগ + সত্য যুগ + ত্রেতা যুগ + দ্বাপরযুগ + কলিযুগের পার করা ৫১২০ বছর
= ৪,৩২০,০০০ বছর + ১,৭২৮,০০০ বছর + ১,২৯৬,০০০ বছর + ৮৬৪,০০০ বছর + ৫১২০ বছর
= ১২০,৫৩৩,১২০ বছর

৩. মনুগণের পার করা সময়
= শ্বেত বরাহ কল্পের পার করা সময়
= ১,৮৫১,৪২৮,৫৭১ বছর + ১২০,৫৩৩,১২০ বছর
= ১,৯৭১,৯৬১,৬৯১ বছর

 

ব্রহ্ম কাল গণনা

১. ৬ ব্রহ্মার পার করা সময়
= ৬ × ১ ব্রহ্মার জীবন কাল
= ৬ × ১০০ ব্রহ্ম বর্ষ
= ৬ × ১০০ × ৩৬০ ব্রহ্ম অহোরাত্রি
= ৬ × ১০০ × ৩৬০ × ২ কল্প
= ৬ × ১০০ × ৩৬০ × ২ × ১০০০ মহাযুগ
= ৬ × ১০০ × ৩৬০ × ২ × ১০০০ × ৪,৩২০,০০০ বছর
= ১,৮৬৬,২৪০,০০০,০০০,০০০ বছর

২. বর্তমান ব্রহ্মার পার করা সময়
= ৫০ ব্রহ্ম বর্ষ + শ্বেত বরাহ কল্পের পার করা সময়
= ৫০ × ৩৬০ অহোরাত্রি + ১,৯৭১,৯৬১,৬৯১ বছর
= ৫০ × ৩৬০ × ২ কল্প + ১,৯৭১,৯৬১,৬৯১ বছর
= ৫০ × ৩৬০ × ২ × ১০০০ মহাযুগ + ১,৯৭১,৯৬১,৬৯১ বছর
= ৫০ × ৩৬০ × ২ × ১০০০ × ৪,৩২০,০০০ বছর + ১,৯৭১,৯৬১,৬৯১ বছর
= ১৫৫,৫২০,০০০,০০০,০০০ বছর + ১,৯৭১,৯৬১,৬৯১ বছর
= ১৫৫,৫২১,৯৭১,৯৬১,৬৯১ বছর

পূর্ণমান গণনা

আমাদের ব্রহ্মাণ্ডের শুরু হতে এখন পর্যন্ত পার করা সময়
= ৬ ব্রহ্মার পার করা সময় + বর্তমান ব্রহ্মার পার করা সময়
= ১,৮৬৬,২৪০,০০০,০০০,০০০ বছর + ১৫৫,৫২১,৯৭১,৯৬১,৬৯১ বছর
= ২,০২১,৭৬১,৯৬৮,৯৬১,৬৯১ বছর

ব্রহ্ম কাল গণনা অর্থাৎ, আমরা জগৎ সৃষ্টি হতে ২,০২১,৭৬১,৯৬৮,৯৬১,৬৯১ বছরে আছি।
(সন ২০১৮ তে) মহাবিশ্বের উৎপত্তি: হিন্দু ধর্ম অনুসারে মহাবিশ্বের উৎপত্তি তত্ত্ব কি? ঈশ্বর কি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন? এই বিষয় বিস্তারিত আর জানতে পারবেন এখানে।

 

আর পড়ুন….

  • হিন্দু ধর্ম অনুসারে মহাবিশ্বের বয়স কত?
  • হিন্দু ধর্মগ্রন্থের সারমর্ম, জেনে নিন কোন গ্রন্থে কি আছে।
Post Views: 122
Post navigation
← Previous Post
Next Post →

Must Read

লাউডস্পিকারের ওপর নিষেধাজ্ঞা।

লাউডস্পিকারের ওপর নিষেধাজ্ঞা: মুসলিম এই দেশে আজান সম্প্রচার নয়, লাউডস্পিকারের ওপর নিষেধাজ্ঞা

পুনর্জন্ম

পুনর্জন্ম: পুনর্জন্মের বিধান কি হিন্দু বা ইসলামে নেই ? প্রশ্নের প্রতি উত্তর।

ইরানের হিজাব আন্দোলন

ইরান: ধর্মীয় ঠিকাদাররা বিপ্লবকে চূর্ণ করার ভয়ঙ্কর উপায় খুঁজে পেয়েছে , শুনলে চমকে যাবেন

একঈশ্বরবাদ

একঈশ্বরবাদ: হিন্দু ধর্ম বহু দেবতাবাদী ধর্ম, বহু ঈশ্বরবাদী ধর্ম না।

মহাকাব্য মহাভারত

মহাকাব্য মহাভারত: পেছনে ফেলে রেখে গেছেন, এক চিলতে জীবনদর্শন।-জাকির হোসেন

প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা

 প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা: আমাদের সভ্যতা ও শিকড়ে ফিরে যেতে হবে।

পরশুরামের ব্রোঞ্জ মূর্তি স্থাপন

পরশুরামের মূর্তি: ৩৩ ফুট লম্বা পরশুরামের ব্রোঞ্জ মূর্তি স্থাপন পরশুরাম থিম পার্কে।

বিবর্তনবাদ ও সনাতন ধর্ম

বিবর্তনবাদ ও সনাতন ধর্ম: সনাতন ধর্ম কি বিবর্তনবাদকে সমর্থন করে?

বিবিসির প্রোপাগান্ডা

বিবিসির প্রোপাগান্ডা : যারা ভারতবিরোধী এজেন্ডা তৈরি করে তাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, জেনে নিন বিবিসির মোদিফোবিয়ার ভেতরের গল্প

কৃষ্ণ বাণী

কৃষ্ণ বাণী: আপনাকে সিন্ধান্ত নিতে হবে,শান্তিতে থাকবে নাকি নিজের মাটি দখলের জন্য লড়াই করবে?

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা কেন হিন্দু রাষ্ট্র হলো না?

জন্মান্তর

জন্মান্তর: ভারতীয় দার্শনিকদের প্রকৃতিবাদী দর্শনের একটা ছবি

  • gray concrete buildings under blue and white cloudy sky
    Photo by Pixabay on Pexels.com
  • gold statue near green trees
    Photo by Niko Cezar on Pexels.com
  • statue with orange necklace surrounded by plants and trees
    Photo by Artem Beliaikin on Pexels.com
  • লাউডস্পিকারের ওপর নিষেধাজ্ঞা: মুসলিম এই দেশে আজান সম্প্রচার নয়, লাউডস্পিকারের ওপর নিষেধাজ্ঞা
  • পুনর্জন্ম: পুনর্জন্মের বিধান কি হিন্দু বা ইসলামে নেই ? প্রশ্নের প্রতি উত্তর।
  • ইরান: ধর্মীয় ঠিকাদাররা বিপ্লবকে চূর্ণ করার ভয়ঙ্কর উপায় খুঁজে পেয়েছে , শুনলে চমকে যাবেন
  • একঈশ্বরবাদ: হিন্দু ধর্ম বহু দেবতাবাদী ধর্ম, বহু ঈশ্বরবাদী ধর্ম না।
  • মহাকাব্য মহাভারত: পেছনে ফেলে রেখে গেছেন, এক চিলতে জীবনদর্শন।-জাকির হোসেন
  • abstract painting
    Photo by Anni Roenkae on Pexels.com

    Most Viewed Posts

    • জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু জীবনি……………………………….।। (1,201)
    • প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান ও আয়ুর্বেদ প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান ও আয়ুর্বেদ।-দূরর্ম (1,152)
    • আর্য দ্রাবিড় এক জনজাতি আর্যরা বহিরাগত নয়: আর্য দ্রাবিড় এক জনজাতি, ‘আর্যরা বহিরাগত’ এই তত্ত্বের উদ্ভাবনের কারণ কি? (1,122)
    • পাকিস্তান ও জিন্নাহ গোড়ায় গলদ: জিন্নাহ একমাত্র কন্যার ইসলাম ত্যাগ। (1,082)
    • ওম ওঁ বা ওম কে, কেন শব্দের জননী বলা হয়?-দুরর্ম (1,055)
    • কারা কাফের? কাফের শব্দ অর্থ কি? (1,052)
    • ৩৩ কোটি দেবতা হিন্দু ধর্মে কি সত্যিই ৩৩ কোটি দেবতা রয়েছে? এই বিশ্বাসের রহস্য কী? (1,001)
    • ভারতীয়-গণিতজ্ঞ ভারতীয় গণিতজ্ঞ: গণিতশাস্ত্রে আমাদের মনীষীদের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান, ভারতীয় উপমহাদেশে গণিতচর্চা। (992)
    • যুধিষ্ঠিরের যাত্রা যুধিষ্ঠিরের স্বর্গারোহণ: কে যুধিষ্ঠির রুপে পৃথিবীতে এসেছিল? (972)
    • শ্রীকৃষ্ণের বহু বিবাহ শ্রীকৃষ্ণের বহু বিবাহ, একটি আল্টিমেট আষাঢ়ে গল্প -দুরর্ম (959)
    • বিজ্ঞান
    • ব্যক্তিত্ব
    • ইতিহাস
    • ধর্ম
    • নারী
    • বিশ্ব
    • বৈদিক সভ্যতা
    • ব্যক্তিত্ব
    • শিল্প ও সাহিত্য
    • সংস্কৃতি
    • Bangla Blog
    • বিজ্ঞান
    • ব্যক্তিত্ব
    • ইতিহাস
    • ধর্ম
    • নারী
    • বিশ্ব
    • বৈদিক সভ্যতা
    • ব্যক্তিত্ব
    • শিল্প ও সাহিত্য
    • সংস্কৃতি
    • Bangla Blog

    আমাদের কথা

    © দুর্মর-২০০৫ – ২০২২

    দুর্মর যে কোন ধরনের “বাঙ্গালীর” প্রগতিশীল, বৈজ্ঞানিক ও যুক্তিবাদী চিন্তাধারার সাথে সম্পর্কযুক্ত রচনাকে স্বাগত জানায়।

    ই-মেইল: [email protected]

     

    Legal

    • Privacy Policy
    • Terms of Service
    • Extra Crunch Terms
    • Code of Conduct

    PASSAGES

    • DURMOR-বাংলা
    • যোগাযোগ
    • সহায়িকা
    • নীতিমালা

    Follow Us

    • Facebook
    • Youtube
    • Twitter
    • Instagram
    March 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Feb    

    Copyright © 2023 DURMOR-বাংলা

    Powered by DURMOR-বাংলা

    • English