ভাবুন ভাবুন। ইতিহাসে কি পড়েছেন চিন্তা করুন।

COLLECTED  POST
শেরশাহ ৫ বছর রাজত্ব করেছেন। তার মধ্যে
★ ১৫৪০ এ পাঞ্জাবের গক্কর জাতির বিদ্রোহ দমন করেন,
★ ১৫৪১ এ বাংলায় বিদ্রোহ দমন করেন,
★ ১৫৪২ এ রাজপুতদের বিরুদ্ধে অভিযান করে মালব দখল করেন,
★১৫৪৩ এ মধ্যভারতে রায়সিন ও পশ্চিমে রাজপুতদের বিরূদ্ধে অভিযান করেন,
★১৫৪৪ এ রাঠোররাজের সাথে যুদ্ধ করেন,
★ ১৫৪৫ এ একবছর কালিঞ্জর দুর্গ অবরোধ করেন ও সেখানে মারা যান।

তবুও তিনি ……
● বাংলা থেকে পাঞ্জাবের সিন্ধুনদ অবধি ১৬০০ মাইল,
● আগ্রা থেকে বুরহানপুর পর্যন্ত ৬০০ মাইল,
●আগ্রা থেকে চিতোর হয়ে যোধপুর পর্যন্ত ২০০ মাইল,
● লাহোর থেকে মুলতান পর্যন্ত ১০০ মাইল রাস্তা তৈরী করেন।

…………
■ ৪ বছরে তিনি গোটা চার-পাঁচ যুদ্ধ করেও দিনে ৩ কিলোমিটার রাস্তা তৈরী করেছেন।
■ এই বিশাল অঞ্চল সম্পূর্ণ তাঁর রাজত্বে ছিল না, তবু তিনি অন্য রাজার রাজত্বেও নির্মাণকার্য চালিয়েছেন।
■ এই বিশাল রাস্তাগুলির জন্য যত সেতু প্রয়োজন তাও তিনি বানিয়েছিলেন।
■ তাঁর সমসাময়িক কোনো ঐতিহাসিকের লেখায় এর উল্লেখ নেই, তবু তিনিই বানিয়েছিলেন।
   ( একমাত্র শেখ নুরুল হকের ‘জবদাতুৎ তাওয়ারিখ’ গ্রন্থে দিল্লী ও আগ্রার মধ্যে রাস্তা তৈরীর উল্লেখ আছে।)
■ শেরশাহের আগে হিন্দু রাজাদের রথ মেঠো পথে চলত।

   এর সাথে তিনি ঘোড়ার ডাক চালু করেন, কর ব্যবস্থার আমূল সংস্কার করেন, সুশাসনে রামরাজ্যকেও লজ্জা দিয়েছেন….. ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

মানুষ না রজনীকান্ত!!

ভাবুন ভাবুন। ইতিহাসে কি পড়েছেন চিন্তা করুন।