বিজ্ঞানে আমাদেরর অবদান………….!!!

পবিত্র বেদ শাস্ত্রমতে যারা এতকিছু তৈরিকৃত করেছেনঃ-

০১. আর্যভট্ট (৪৭৬ খ্রিস্টপূর্ব)- গণিতশাস্ত্র আর জ্যোতির্বিদ্যা।

০২. ভাস্করাচার্য (১১১৪ থেকে ১১৮৩ খ্রিস্টপূর্ব)-বীজগণিতে মহা পণ্ডিত ( অ্যালজেবরা)।

০৩. কণাদ (৬০০ খ্রিস্টপূর্ব)- পারমাণবিক তত্ত্বের প্রতিষ্ঠাতা।

০৪. নাগার্জুন (১০০ খ্রিস্টপূর্ব)- রাসায়নিক বিজ্ঞান।

০৫. চরক (৬০০ খ্রিস্টপূর্ব)- ঔষধ বিজ্ঞান।

০৬. সুশ্রুত (৬০০ খ্রিস্টপূর্ব)- অস্ত্রোপচারের পুনঃসংযোজনবিদ (সর্বপ্রথম প্ল্যাস্টিক সার্জেন)।

০৭. বরাহ মিহির (৪৯৯ থেকে ৫৮৭ খ্রিস্টপূর্ব)- বিখ্যাত জ্যোতিষী ও জ্যোতির্বেত্তা।

০৮. পতঞ্জলি (২০০ খ্রিস্টপূর্ব)- যোগ পণ্ডিত (ইংরেজিতে yoga)।

০৯. ভরদ্বাজ (৮০০ খ্রিস্টপূর্ব)- ব্যোমযান প্রযুক্তিবিদ্যার বিজ্ঞ (বিমান সম্বন্ধী বিজ্ঞান)।

১০. কপিল (৩০০০ খ্রিস্টপূর্ব)- বিশ্বতত্ত্ব/সৃষ্টিতত্ত্বের মহা পণ্ডিত (ইংরেজিতে কসমোলজি)।

লেখকঃ- Bablu Malakar
প্রচারেঃ- সনাতন বিদ্যার্থী সংসদ

পবিত্র বেদ পড়েন নিজেকে সঠিক ভাবে গড়ে তুলেন…