অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী অনন্তহরি মিত্র………….।।।


অনন্তহরি মিত্র (ইংরেজি:
Anantahori Mitra) (১৯০৬
২৮
সেপ্টেম্বর
, ১৯২৬)
ছিলেন ভারতীয়
উপমহাদেশের
ব্রিটিশ
বিরোধী স্বাধীনতা আন্দোলনের
একজন
অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী। ১৯২১ সনে

অসহযোগ
আন্দোলনে
যোগদান
করেন। বিপ্লবী দলে যোগ দিয়ে কৃষ্ণগড় বিপ্লবী ক্রিয়াকলাপ সংগঠনে
সক্রিয়
ভূমিকা নেন। মামলার সূত্রে দক্ষিণেশ্বরের একটি বাড়ি তল্লাশি
চালাবার
সময় রিভলভার
, বোমা
ও বোমা তৈরির সরঞ্জামসহ ১৯২৫ সালের ১০ নভেম্বর
গ্রেপ্তার হন। বিচারে যাবজ্জীবন
কারাদণ্ড হয়।
[১]

ভূপেন
চট্টোপাধ্যায় হত্যা

অনন্তহরি মিত্রকে
বিপ্লবী দলের নেতাগণ গোপন পুলিস বিভাগের ডেপুটি সুপারিন্টেনডেন্ট
ভূপেন
চট্টোপাধ্যায়কে হত্যা করার নির্দেশ দেন। ভূপেন চট্টোপাধ্যায় মাঝে
মাঝে
আলীপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে রাজবন্দীদের সাথে আলাপ আলোচনা
করতেন।
তার উদ্দেশ্য ছিলো রাজবন্দিদের দুর্বলতার সুযোগ গ্রহণ করে বিপ্লবী
দলের
গোপন সংবাদ সংগ্রহ করা। ১৯২৬ সনের ২৮ মে দক্ষিণেশ্বর বোমার মামলায়
দন্দিত
অনন্তহরি মিত্র ও
প্রমোদরঞ্জন
চৌধুরী
লোহার
ডাণ্ডা দ্বারা ভূপেন চট্টোপাধ্যায়কে জেলের মধ্যে আক্রমণ করে হত্যা
করেন।
বিচারে অনন্তহরি মিত্র ও প্রমোদ চৌধুরীর ফাঁসি হয়। তাঁদের সাহায্য
করার
জন্য ধ্রুবেশ চট্টোপাধ্যায়
, অনন্ত
চক্রবর্তী ও রাধিকার যাবজ্জীবন
দ্বীপান্তর হয়।[১][২]

জন্ম

অনন্তহরি মিত্রের
জন্ম
ব্রিটিশ
নদীয়া
জেলার
, বর্তমানের বাংলাদেশের
চুয়াডাঙ্গা
জেলার
সদর
উপজেলার
বেগমপুরে।
তাঁর পিতার নাম রামপাল মিত্র।
[১]