Subir দার লেখায়ঃ
অনেকে জিজ্ঞাসা করেন হিন্দুরা গরুকে মাতা বলেন কেন? যাঁরা গরুকে মাতা বলেন তাঁদের গোসন্তান বলা হবে না কেন?
পরিচালক সত্যজিত রায়ের প্রয়ানের পর অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন আমি দ্বিতীয়বার পিতৃহারা হলাম। এটা শোনার পর যদি কোন অকাট মূর্খ বলেন যে তবে কি সৌমিত্র বাবু কি সত্যজিত রায়ের ঔরসজাত সন্তান, তবে সেই অকাট মূর্খকে কি উত্তর দেওয়া হবে? সৌমিত্র বাবু তাঁর ফিল্ম কেরিয়ারে সত্যজিত রায়ের অবদানের কথা মাথায় রেখে তাঁকে পিতৃতূল্য বলেছেন। খ্রিশ্চানরা চার্চের পুরোহিত বা পাদ্রীদের ফাদার অর্থাত পিতা বলেন। তার মানে কি এই যে শুধুমাত্র পাদ্রীরাই খ্রিশ্চান নারীদের সাথে সহবাস করে সন্তানের জন্ম দেন? খ্রিশ্চানরা তাঁদের জীবনে পাদ্রীদের অবদান ও গুরুত্ব দিয়ে তাঁদের পিতার সমান মর্যাদা দেন।
প্রাচীন ভারতীয় ঋষিরা গোসম্পদের গুরুত্ব সঠিকভাবে অনুধাবন করতে পেরে ছিলেন এবং একে স্বর্নমূদ্রার সাথে তুলনা করেছিলেন। বৃষের পরিশ্রমে অন্ন উৎপন্ন হত এবং এখনও অনেকাংশে হয়। গোবর কৃষির প্রধান ও সর্বোৎকৃষ্ট সার। গোদুগ্ধ অতীব পুষ্টিকর খাদ্য। গব্য ঘৃত পবিত্রতম বস্তু যা যজ্ঞে উৎসর্গ করা হয়। গব্য ঘৃতের ব্যবহার আয়ূর্বেদীক চিকিৎসায় বহুল পরিমান। এমন কি গোমূত্রও আয়ূর্বেদীক চিকিৎসায় ব্যবহৃত হয়। আমাদের জীবনে গরুর গুরুত্বের কথা চিন্তা করেই প্রাচীন ঋষিরা গোরুকে দেবী ভগবতী বলেছেন। আবার গরুকে মাতাও বলেছেন যাতে কিনা অল্প বুদ্ধি সাধারণ মানুষ গরুকে সঠিকভাবে যত্ন করে এবং গরুর উপর কখনও কোন অত্যাচার না করে। ভূমধ্য সাগর সংলগ্ন অন্চলের মানুষ অলিভ অয়েলকে তরল সোনা বলে। আমরা কয়লাকে কালো হীরে বলি। পেট্রোলিয়ামকেও তরল সোনা বলে। এগুলি আক্ষরিক অর্থে নিশ্চয় নয়। এগুলির গুরুত্বের কথা মাথায় রেখেই এদের এমন উপনাম দেওয়া হয়েছে।