৩৬৫ দিন এর আবিস্কারক গণিতবিদ ভাস্করাচার্য ……………………..।।।

 

পৃথিবী
সূর্যের চারদিকে ঘুরে’ – এটি আমরা সবাই জানি । আর ঘুরতে ঘুরতে যখন ৩৬৫ দিন
হয় তখন একটি বছর পূর্ণ হয় । ৫ম শতাব্দিতে বিখ্যাত জ্যোতির্বিদ স্মার্ট এই
সময়টি নির্ধারণ করেন ।

যার সঠিক পরিমাপটি ছিল ৩৬৫.২৫৮৭৫৬৪৮৪ ।  কিন্তু তার এ আবিস্কারের বহু
পূর্বে হিন্দু গণিতবিদ, ভাস্করাচার্য তার  সূর্য সিধান্তে সর্বপ্রথম এ
সময়টি আবিস্কার করেছিলেন ।

অথচ বিশ্বে স্মার্টকেই এর আবিস্কারক হিসেবে সবাই চেনে । প্রসঙ্গত, বর্তমানে যথাযথ  সময়টি ধরা হয় ৩৬৫.২৫৬ হিসেবে ।