গুজরাট দাঙ্গা কারা শুরু করেছিলো??

গুজরাট দাঙ্গার সাথে কি নরেন্দ্র মোদী জড়িত ছিল?
.
নরেন্দ্র মোদীর প্রসঙ্গ আসলেই অকারণে একশ্রেণীর মানুষ, মোদীকে গুজরাট দাঙ্গার মাষ্টার মাইন বলে কটাক্ষ করে; সেই সাথে হিন্দুদেরকে গালি দিতেও কার্পণ্য করে না।


.
গোধরা কাণ্ড, ভারতের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায়৷ বছর ১৭ আগে গুজরাটের সেই দাঙ্গা হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে৷ ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তথা তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী৷ নাম জড়িয়েছিল ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদক অমিত শাহ সহ একাধিক নেতার৷ তবে, আদালতের রায়ে নরেন্দ্র মোদী বা অমিত শাহ দু’জনেই সেই অভিযোগ থেকে অব্যহতি পেয়েছেন৷
.
সত্যি কি গুজরাট দাঙ্গায় হাত ছিল বিজেপির? সত্যি কি সেদিন কয়েকশো মুসলমানকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল? নাকি গুজরাটের অন্যতম সফল মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধিন সরকারকে কালিমালিপ্ত করতে গোপনে একাজ করেছিল বিরোধীরা!
.
কী ঘটেছিল সেদিন?
২০০২ এর ২৭ ফেব্রুয়ারি অযোধ্যা থেকে গুজরাটের গোধরার দিকে যাচ্ছিল সমরবতী এক্সপ্রেস৷ অযোধ্যা থেকে বহু কর স্বেবক ওই ট্রেনেই গুজরাট ফিরছিলেন৷ এদিকে আগাম খবর পেয়ে ইতিমধ্যে গোধরা স্টেশনে তখন অপেক্ষা করছে ১০ থেকে ১৫ জনের একটি দল৷ ট্রেন স্টেশনে ঢোকার আগেই প্রায় দুশো লিটার পেট্রল নিয়ে ঝাপিয়ে পড়ে তারা৷ করস্বেবকরা যে কামরায় ছিলেন তাতে হামলা চালানো হয়৷ পেট্রল ঢেলে আগুনও লাগিয়ে দেওয়ার পরও বাইরে থেকে পেট্রল বোমাও ছোড়া হয় বলে পরবর্তীকালে রিপোর্টে লেখে গুজরাট পুলিশ৷ ট্রেনের কামরা থেকে বেরোতে না পারায় সেখানেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৫৯ জন করস্বেবকের৷ এই ঘটনাকে কেন্দ্র করেই গুজরাট জুড়ে শুরু হয় সাম্প্রদায়িক হিংসা৷ যার ফল স্বরূপ; অনেক মুসলিম, হিন্দুর মৃত্যু হয়৷
.
দাঙ্গার নেপথ্যে কে?
কার উস্কানিতে গুজরাট দাঙ্গা, এই প্রশ্ন বার বার উঠেছে৷ অভিযোগ, সংবাদ মাধ্যমের একটা বড় অংশ আসল সত্যি চেপে গিয়েছিল সেই সময়৷ গোধরা স্টেশনে সমরবতী এক্সপ্রেসে যে হামলা হয়েছিল তাতে নেতৃত্বে ছিল………
#ফারুক_বাহনা নামে এক কংগ্রেস নেতা৷ মনে রাখতে হবে ফারুক কিন্তু সেইসময় সাধারণ কোনও নেতা ছিলেন না৷ জেলা কংগ্রেসের সদস্য ও অন্যতম সক্রিয় নেতা ছিলেন তিনি৷ যদিও গুজরাট পুলিশের বিশেষ দল তাঁকে পরবর্তী কালে গ্রেফতার করে ফারুককে৷ শুধু ফারুকই নয়৷
.
একই সঙ্গে সেদিনের ঘটনায়…….. #সেলিম_আব্দুল_গাফ্ফার
#আব্দুল_রহমান ও #হাজি_বাইলাল৷ তখন পঞ্চমহল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন #সেলিম_আব্দুল_গাফ্ফার৷ রহমান ও বাইলাল ছিলেন তাঁরই দলের অন্যতম সক্রিয় নেতা৷ একই সঙ্গে এই ঘটনার যে মূল অভিযুক্ত………
#মহম্মদ_হুসেনও ছিলেন কংগ্রেসের সংখ্যালঘু সেলের আহ্বায়ক৷ টানা ছয় বছর সেই পদে আসীন ছিলেন তিনি৷
.
এখানেই প্রশ্ন হচ্ছে….. যে ঘটনায় প্রধান ইন্ধন যুগিয়েছিল কংগ্রেসের একাধিক নেতা সেখানে কেন কেবলমাত্র বিজেপিকেই নির্দিষ্ট করে জড়ানো হচ্ছে? কেন বার বার প্রশ্ন তোলা হয় নরেন্দ্র মোদী বা অমিত শাহর বিরুদ্ধে? যদিও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ ছিল রাজ্য জুড়ে মুসলিম নিধন হচ্ছে জেনেও প্রাশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন তিনি৷ প্রতিবাদে এক আইপিএস পদমর্যাদার এক অফিসার ইস্তফাও দেন৷ অবশ্য পরবর্তীকালে শীর্ষ আদালতে এর সপক্ষে কোনও প্রমাণ না থাকায় বেকসুর খালাস পেয়ে যান নরেন্দ্র মোদী ও অমিত শাহ সহ বিজেপির বেশ কয়েকজন প্রথমসারির নেতা৷
তথ্যসূত্রঃ

Wikipedia,
https://kolkata24x7.com/is-it-true-only-bjp-was-accused-in-gujrat-riot.html