কাফিরিস্তান বা নুরিস্তান: আজ যারা আফগানিস্তানের ‘নুরিস্তান’ (কাফিরিস্তান) প্রদেশে বাস করে , যাদের মধ্যে প্রায় ৯৫% এখন মুসলিম, এরা আসলে কারা???? এই প্রশ্নের উত্তরের সংগে জড়িয়ে আছে সারা ভারত বর্ষের ভুমি পুত্রদের (Indigenous People of Bharat) সংগে যে
আলেকজান্ডারের পর যে সব বৈদেশিক আগ্রাসী দস্যু ভারত বর্ষে এসে পৈশাচিক এবং নৃসংশ অত্যাচার, লুট তরাজ করেছে তাদের দুই ভাগে ভাগ করা যায়। একদল ধ্বংস ,লুট তরাজ করে চলে গেছে নিজেদের দেশে ভারত বর্ষের হিন্দুদের ধন সম্পত্তি নিয়ে।
আর একদল ‘জিহাদী’ পতাকা নিয়ে এসে গেড়ে বসেছে ভারতের সমস্ত অধিবাসীকে ‘শান্তির ধর্মে’ দীক্ষিত করতে। ভারতের সিন্ধু, গঙ্গা, যমুনা, কাবেরীর শ্যামলিমায় তাদের মনে কোমলতা আসেনি কিন্তু শষ্য শ্যামল ভুমির উৎপন্ন সম্পদের ভাগীদার হয়েছে। খোড়া তৈমুর আর নাদির শাহ প্রথম দলে পড়ে।
চেঙ্গিজ খান বিশাল সাম্রাজ্য স্থাপন করলেও ভারতবর্ষে ঢোকেনি। সিন্ধু দেশ দখল করে ‘আরবী জিহাদী’ রা ‘শান্তির বানী’ শক্ত ভিতের অপরে দাড় করিয়েছিলো ঠিকই কিন্তু আর অগ্রসর হতে সাহস পায়নি। সেই কাজ শুরু হয়েছিলো ৩০০ বছর পরে।
আফগানিস্তানের ভৌগলিক অবস্থানের দিকে লক্ষ্য করলে বোঝা যাবে যে, জল পথ ছাড়া স্থল পথে আমাদের দেশ ঊত্তর দিক থেকে আক্রমন করতে হতে হলে উত্তুংগ হিমালয় পার হতে হবে। ভারতের উত্তর তিব্বতের মালভুমি। তা পেরিয়ে আসাও অসম্ভব। পশ্চিমে আছে হিন্দুকুশ এবং তার মাঝে মাঝে গিরিপথ। এই গিরিপথ গুলোর খবর জেহাদিদের কাছে ছিলো, বিশেষ করে ব্যাবসায়ীক ব্যাপারে (সিল্ক রুট), অনেক দিন আগে থেকেই।
কে না এসেছে ভারতবর্ষে ? সাসানিদ, সামানিদ, কুষান,তুর্কী, সুবুক্তিগীন, তার পুত্র মাহমুদ,ঘোরী, মোঙ্গল। মোঘল, পাঠান,খলজী, দুরানী। ভারত মাতাকে ধর্ষন করতে এরা সবাই এসেছে— “এই ভারতের মহা মানবের সাগর তীরে”(ভারতবর্ষ কবিতা—রবীন্দ্রনাথ ঠাকুর) । এই মহা পুন্য কর্ম করতে এরা সবাই প্রথমে ঘাটি গেড়েছে বর্তমান আফগানিস্তানে যা কিনা, পুরান, রামায়ন, মহাভারতের কম্বোজ, কেকয় (কৈকেয়ীর কেকয়) এবং গান্ধার (গান্ধারীর গান্ধার) রাজ্য ।
মনে হয় গাজা খেয়ে কারা লিখছেন,সনাতনিরা না হিন্দু বিদ্বেষীরা )। চন্দ্রগুপ্ত মৌর্য্য যদি আলেকজান্ডারের সমসাময়িক হন, তাহলে মৌর্য্য বংশের আগে “নন্দ বংশ” ভারতে (মগধ) রাজত্ব করেছে বহুদিন ধরেই। তা সেই ‘নন্দ বংশ‘ র ইতিহাসে তো এমন টা লেখা থাকবে যে ওদের বাপ ঠাকুরদারা ঘোড়া চরাতে চরাতে ভারতে এসে পড়েছিলো এবং সেই যাযাবর জীবন ছেড়ে ক্ষত্রিয় শৌর্য বীর্য পেয়ে সারা ভারত জয় করে “আর্য্য” সেজে বসে গিয়েছিলো।
এই বংশের রাজা দ্রুহু, ঋকবেদের সমসাময়িক এক বিখ্যাত রাজা ছিলেন। তাহলে এই দাঁড়ায় যে, গান্ধার রাজ্য ঋকবেদের থেকেও পুরানো। তক্ষশিলা এবং পুষ্কলাবতী এই দুটি শহরের নামকরন অযোধ্যার রাজপুত্র ‘ভরত’ এর (শ্রীরাম চন্দ্রের ভাই) দুই ছেলে ‘তক্ষক এবং পুষ্কর এর নামে। তক্ষক হিন্দুকুশ পার হয়ে উত্তরাপথ অঞ্চলে (পামীরের উত্তরে) তার রাজ্য স্থাপন করেন, তার নামেই ছিলো ‘তক্ষক খন্ড’ বা বর্তমান “তাসখন্দ’ (তক্ষক খন্ড=তকসক খন্ড=তাসখন্দ) উজবেকিস্তানের রাজধানী।
এই রাজ্য সিন্ধু নদী বিধৌত ছিলো। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় তৎকালীন সময়ের অতি বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিলো। পানিনি এবং কৌটীল্য (চানক্য) দুজনেই এই বিশ্ববিদ্যালয়ে বিদ্যা লাভ করেছিলেন। বর্তমান কাশ্মীর (পাকিস্তান অধিকৃত কাশ্মীর সহ), পাকিস্তানের পেশোয়ার (পুরুষ পুর), রাওয়ালপিন্ডি জেলা এবং আফগানিস্তানের কান্দাহার প্রদেশ নিয়ে এই বিশাল রাজ্যের বিস্তৃতি ছিলো।
মগধের রাজা বিম্বিসার, খ্রীষ্টপুর্ব ষষ্ট শতব্দীতে রাজত্ব
করেছেন। পানিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে উল্লেখ করেছেন যে,গান্ধারের এক রাজা ‘পূক্ষসতী’ তার সমসাময়িক ছিলেন । পৌরানিক প্রশস্ত রাস্তা যা কিনা হিন্দুকুশের ওপরদিয়ে ছিলো, তার নাম পুরানে আছে ‘উত্তরাপথ’ নামে।
সেই রাস্তা গান্ধার রাজ্যের মধ্য দিয়েই গিয়েছিলো। সেই জন্য ব্যাবসা বানিজ্যের এক বিখ্যাত কেন্দ্র হিসাবে গান্ধার অতিবিখ্যাত ছিলো। যারা বলেন,রামায়ন,মহাভারত বা পুরান (পুরানো দিনের ইতিহাস= সনাতনি ইতিহাস) সব মিথ্যা, তাদের কাছে একটাই প্রশ্ন। সেটা হলো, এতোগুলো মিথ্যা কথা ,বেশ বহু হাজার বছর ধরে কি করে চলে আসছে ???? সনাতনি হিন্দু দের ইতিহাস তো লেখাই আছে ,পড়ে আছে আমাদের সামনে। একটু পড়ে দেখলে, বিচার করলে ক্ষতি কি????
নাকি, ভারতবর্ষ থেকে হিন্দু নাম টাই মুছে দেবার চক্রান্তের টাই ধরন যে, শুধু তাদের ধর্ম পরিবর্তন করলেই চলবে না, ওদের উন্নত সভ্যতার ইতিহাস টাও মুছে দিতে হবে?????? কিন্তু পারবেন কি?????? সনাতনি ইতিহাস সত্যের ইতিহাস। অনেকটা সময় চলে গেছে, হয়তো কিছু অদল বদল ঘটেছে। তাই বলে সব টাই অস্বীকার করে তাকে একেবারে মুছে দেওয়া যাবে না। মিথ্যার ঝুড়ি দিয়ে সত্যকে চাপা দেওয়া যায় কিছু দিনের জন্য, চিরদিনের জন্য নয়।।
লেখক-ড: মিনাল কান্তী দেবনাথ, UK
- কেন ঘোষনা দিয়েও জগৎজ্যোতিকে প্রদান করা হলো না ম…
- How do you track any mobile phone number and calls…
- বাঙালি বিজ্ঞানী শ্রীদত্তা চট্টোপাধ্যায় হাত ধরেই ‘আ…
- মঙ্গলে জলে সন্ধান দিয়েছিলেন ভারতীয় বিজ্ঞানী ভারাহা…
- ভুল গাড়ি চালানো নিয়ন্ত্রণ করতে স্মার্ট কার সিস্টে…
- প্রমাণসহ কৃতিত্ব দাবি ভারতীয় বিজ্ঞানীর,ফাঁকতালে নো…
- পেট্রল C/o প্লাস্টিক, করে দেখালেন ভারতীয় বিজ্ঞানী….
- মিনি ব্রেন` তৈরি করলেন ভারতীয় বিজ্ঞানী……………
- ত্রেতা যুগে সঞ্জীবনী বুটির খোঁজে কলিযুগে …………
- উড়োজাহাজ আবিস্কারক একজন ভারতীয় বিজ্ঞানী…………..
- কুষ্ঠরোগের টীকা আবিষ্কার করলেন এক ভারতীয় বিজ্ঞানী….
- ইতিহাসের এক ভয়ংকর অধ্যায়, যে ইতিহাস হয়নি বলা, “গজন…
- ইতিহাসের এক ভয়ংকর অধ্যায়, যে ইতিহাস হয়নি বলা, “গজন…
- ইতিহাসের এক ভয়ংকর অধ্যায়, যে ইতিহাস হয়নি বলা, “গজন…
- ইতিহাসের এক ভয়ংকর অধ্যায়, যে ইতিহাস হয়নি বলা, “গজন…
- ভারতে “জিহাদী তান্ডব”—পৃথীরাজ চৌহান” এর আত্মবলিদা…
- “ইতিহাস কাদেরকে “মহান’ ( Great) বলে”…………….
- ম্যাসিডোনিয়ার রাজা আলেকজান্ডার এবং ভারতীয় হিন্দুরা…
- “রানী ‘রানী বাই’ এবং দাহিরের দুই কন্যা”…………..
- জিহাদ এবং আফগানিস্তান” এম. এ.খান এবং ডাঃ মৃনাল কান…
- বর্বর আর মিথ্যাচারের থাবা্ই হারিয়ে যাওয়া আফগানিস্…
- “কাফিরিস্তান”— আফগানিস্তানের এক প্রদেশ ,বর্তমান না…