ভারত কি হায়দ্রাবাদ, সিকিম বা গোয়া উদ্ধার করেছে নাকি দখল?

হায়দ্রাবাদ
  1. কেন ভারত ও পাকিস্তান ভাগ হয়েছিল? দ্বি-জাতি তত্ত্বের প্রবর্তক আসলেই কি জিন্নাহ?
  2. মোদিকে সমর্থন করে এমন কোনো মুসলমান আছে কি?

 

গণতান্ত্রিক একটি দেশের মধ্যে এরকম ক্ষুদ্র রাজতন্ত্র ভিত্তিক নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারতো। বিশেষ করে হায়দ্রাবাদ বা সিকিম। বাণিজ্য কি করে হতো? ১০০% ভারতের ওপর নির্ভর করতে হতো না। যদি ভারত নিজেদের স্থল বা আকাশ সীমা ব্যবহার না করতে দিত, তখন? সেটাও তো ভাবতে হবে তাইনা? এরকম কটা দেশ বিশ্বে আছে কোনোরকম বিশেষ সিগনিফিকেন্স ছাড়া? গোয়ার অবস্থা তুলনামূলক ভাবে ভালো; সমুদ্র সীমা রয়েছে সেখানে।

 

কিন্তু গোয়ার প্রধান আয় সমুদ্রতটে বেড়াতে আসা দেশ বিদেশের লোকেদের থেকে। কিন্তু কোথাকার লোক সব থেকে বেশি আসছে? কিভাবে তারা আসছে? সেটাও আমাদের খতিয়ে দেখতে হবে। ভারতে কিন্তু পন্ডিচেরিও রয়েছে, কর্ণাটক, কেরালার প্রচুর সুন্দর সুন্দর সৈকত রয়েছে। লাক্ষাদ্বীপ, আন্দামান রয়েছে। কিন্তু যদি কোঁকন রেলওয়ে না থাকে? মুম্বাই বিমানবন্দরে যাওয়ার ব্যবস্থা না থাকে? মার্সিডিজ বেঞ্জ এর দামি ঝাঁ চকচকে বাস চালানোর রাস্তা না থাকে? সেটা আমাদের ভাবতে হবে।

 

বিশ্বের চারিদিক থেকে সামাজিক মাধ্যমে আছড়ে পড়া সহানুভূতি, দুঃখের ইমোজি কি সেই অর্থনৈতিক ক্ষতি, লোকেদের অসুবিধাকে পুষিয়ে দিতে পারবে? ভাবার বিষয় তাইনা? আমাদের অনেকেরই বড় দেশের মাঝখানে থাকা ছোট ছোট দেশকে দেখতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা অনেক সময় সেই স্বপ্ন ভেঙ্গে দেয় বন্ধু।

এখন কেমন আছে সেই তিন রাজ্যের জনগণ, তাদের কি এ নিয়ে কোন ক্ষভ আছে?

সিকিম এর বাইচুং ভুটিয়া ভারতীয় ফুটবলে প্রতিষ্ঠিত হয়েছেন, হায়দরাবাদের মহম্মদ আজহারউদ্দিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েছেন, গোয়ার মনোহর পারিক্কর ভারতের প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন‌। আর সেইসব অঞ্চলের লোক ভারতে থাকতে অনিচ্ছুক তা নিয়েও তেমন কিছু খবর নেই। অথচ একদল প্রতিবেশীর আবার এসব নিয়ে ভীষন ভাবনা।
Scroll to Top