শরিয়া আইনের কারনে মালয়েশিয়ার মুসলিম ট্রান্সজেন্ডার মডেল দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো।
শরিয়া আইনের কারনে মালয়েশিয়ার মুসলিম ট্রান্সজেন্ডার মডেল দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। থাইল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষ ব্যাংককে একটি অস্বাভাবিক গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার কৃত মহিলা ৩৬ বছর বয়সী নূর সাজত কামারুজমা, মালয়েশিয়ার একজন সুপরিচিত মডেল এবং কসমেটিক উদ্যোক্তা। ইসলাম অবমাননার অভিযোগে মালয়েশিয়ার প্রশাসন অবিলম্বে তার প্রত্যর্পণের দাবি জানায়। এই অভিযোগগুলি জানুয়ারিতে নূর সাজতের বিরুদ্ধে আনা হয়েছিল …