‘ক্ষমা ও তেজ’

‘ক্ষমা ও তেজ’
ডাঃ মৃনাল কান্তি দেবনাথ

“ন শ্রেয়ঃ সততং তেজো ন নিত্যং শ্রেয়সী ক্ষমা”-

হিরন্যকশিপুর  পুত্র প্রল্লাদ   বলেছিলেন তার পৌত্র রাজা ‘বলি’ কে। সর্বদা তেজ ভালো নয় সর্বদা ক্ষমাও ভালো নয়।

যে কখনো ক্ষমা করেনা তার অনেক দোষ। সে স্থানে অস্থানে ক্রোধিত হয়ে অন্যকে দন্ড দেয়, পরিশেষে তার হয় অর্থহানি, দুঃখ এবং শ্ত্রুবৃদ্ধি।

যে সব সময় সব কিছুই ক্ষমা করে দেয় তার অনেক ক্ষতি হয়। ভৃত্য, চাকর বাকর, শত্রু এমনকি যারা তার সংগে সম্পর্কিত নয় তারা অবজ্ঞা করে।

অর্থ্যাৎ সঠিক সময় এবং পরিস্থিতিতে মৃদু ব্যাবহার, ক্ষমা অবশ্য করনীয় কিন্তু সময়ানুযায়ী, পরিস্থিতি অনুযায়ী কঠোর হওয়াই শাস্ত্রের বিধান।

প্রথম অপরাধ ক্ষমার যোগ্য কিন্তু দ্বিতীয় বার অবশ্যই দন্ড দিতে হবে।

Scroll to Top