চিত্রশিল্পী এবং লেখক বিনোদ বিহারী মুখোপাধ্যায়।

চিত্রশিল্পী এবং লেখক
বিনোদ বিহারী মুখোপাধ্যায় (জন্মঃ- ৭ ফেব্রুয়ারি, ১৯০৪ – মৃত্যুঃ- ১১ নভেম্বর, ১৯৮০)

তিনি কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেন। পিতার নাম বিপিনবিহারী মুখোপাধ্যায়। ১৯১৯ সালে বিশ্বভারতীর কলাভবনে ভর্তি হন। আচার্য্য নন্দলাল বসু ছিলেন তাঁর শিক্ষক। রামকিঙ্কর বেইজ-এর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়। ১৯২৫ সালে কলা ভবনে একজন শিক্ষকরূপে যোগদান করেন। ১৯৪৯  সালে নেপালের জাতীয় সংগ্রহালয়-এর কিউরেটর পদে যোগ দেন। ১৯২৯ সালে লন্ডন এবং ১৯৩৬ সালে জাপান ভ্রমণ করেন। ১৯৫১-৫২ সালে মুসৌরিতে একটি শিল্প শিক্ষাকেন্দ্র ও শিশু শিক্ষানিকেতন গড়ে তোলেন। ছোটথেকেই তাঁর চোখের সমস্যা ছিল। ১৯৫৬ সালে চোখে অস্ত্রোপচার করান। কিন্তু অসফল হয়। এরপর তিনি দৃষ্টিশক্তি সম্পূর্ণ হাড়িয়ে ফেলেন। তবুও তাঁর সৃষ্টি থেমে যায়নি। ১৯৫৮ সালে আবার কলা ভবনে শিক্ষকরূপে যোগদান করেন। পরে অধ্যক্ষপদে বৃত হন।
তাঁর লেখা বই “চিত্রকথা”, “চিত্রকর”, “আধুনিক শিল্পশিক্ষা” বিশেষ উল্লেখযোগ্য। 
তাঁর ছাত্র সত্যজিত রায় তাঁর ওপর “The Inner Eye” তথ্যচিত্র নির্মান করেছিলেন।

সম্মাননা
১৯৪৭ সালে পদ্মভূষণ, ১৯৭৭ সালে বিশ্বভারতী থেকে দেশিকোত্তম উপাধি এবং ১৯৮০ সালে রবীন্দ্র পুরষ্কার গ্রহন করেন।
………..