তাহলে উত্তর দেবেন কি ?

যাঁরা বলেন – বাদুরিয়া ও বসিরহাটে বিজেপি’র উস্কানিতে সাম্প্রদায়িক হিংসা সংঘটিত হয়েছে ।
তাহলে,
# দেগঙ্গা, ক্যানিং, উস্তি, তেহট্ট, মল্লিকপুর, জুবানপুর, কাটোয়া, নদিয়াখালী, কালিয়াচক, ইলমবাজার, চন্দ্রকোনা, ধুলাগড়, …….. ইত্যাদি জায়গায় যে হিংসা ছড়িয়েছিলো, সেগুলি কারা ছিটিয়েছিলো ? কি বলবেন ? নিশ্চয় – বিজেপি ?

তাহলে উত্তর দেবেন কি ? নিম্নে উল্লেখিত দাঙ্গা গুলিতে কারা উস্কানি দিয়েছিলো ?
# রাঁচি(1967), আমেদাবাদ(1969, 1985 এবং 1986), ভিয়ান্ডি(1970 এবং 1984), জামশেদপুর(1979), মোরাদাবাদ(1980), নেইলি আসাম(1983), দিল্লি(1984), মেরুট(1987), ভাগলপুর(1989), কাশ্মীর(1990), সূরাট-আলিগড়-মুম্বাই(1992) – ইত্যাদি জায়গায় কারা উস্কেছিলো ??

আর একটু আগে যায় –
# 1964 কাশ্মীর থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা ? 1948 এর ঢাকা বিক্রমপুর এবং ভোলা ? 1946 এর গ্রেট ক্যালকাটা কিলিং ? 1946 বৃহত্তর কিলিং,রেপ & কনভার্ট – নৃশংস নোয়াখালী ? নিশ্চয় বিজেপি’র উস্কানি ??
এরপর আসুন চোখ রাখি – # তালিবান, আল কায়েদা, বোকোহারেম, ব্রাদারহুড, জইশ, মুজাহিদীন (ইত্যাদি ইত্যাদি) ? কিংবা আইএসআইএস এর বিশ্বজুড়ে জঙ্গী কার্যকলাপ ?? লাদেন চাচার নৃশংসতা ?? ওহ্ হো এবার বিজেপি যেমন দায়ী, তেমনি – আমেরিকাও সন্ত্রাসে মদত দেয়, তাই না – কমরেড ??
তাহলে, একটু আগে যায় – # গজনীর মামুদ, মুহাম্মদ ঘোরী, তৈমুর লং, আলাউদ্দিন – জালালউদ্দিন খিলজী, বাবর ……. ওড়াঙজেব, বকতিয়ার থেকে শুরু করে নিদেনপক্ষে দাউদ ইব্রাহিম ?? আমেরিকার তৈরি না কি বিজেপির ??

এখনো সময় আছে – সত্য কে চিহ্নিত করুন । নাহলে আগুন লাগলে – আমিও সুরক্ষিত নই, আপনিও সুরক্ষিত নন । ইতিহাস সাক্ষী – পাকিস্থানের আইন মন্ত্রী যোগেন্দ্রনাথ মন্ডল কে আশ্রয় নিতে হয়েছিলো – হিন্দু অধ্যষিত ভারতের এক কোণে, ভোটে জিততে হয়েছিলো বাগদা বিধানসভা থেকেই – পাকিস্থানের(তৎকালীন) যশোহর থেকে নয় ।

লিখেছেন Badal