কৌশিকী অমাবস্যা…………..!!!!

আজ হিন্দু পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যা। মার্কন্ডেয় পুরাণ অনুযায়ী আজকের তিথিতে মহামায়া কৌশিকী রূপে আবির্ভূত হয়ে শুম্ভ ও নিশুম্ভ নামে দুই মহাপরাক্রমশালী অসুরকে নিধন করেন।
পবিত্র তীর্থক্ষেত্র তারাপীঠে সাধক বামাক্ষেপা মায়ের সাধনায় সিদ্ধিলাভ করেন আজকের দিনে। মাতৃ আরাধনার এক উপযুক্ত তিথি কৌশিকী অমাবস্যা।

কিন্তু অত্র অঞ্চলে দেখা যায়, আজকের তিথিতে বিভিন্ন ধরনের কচু রান্না করে খাওয়া হয়। কচরী কচু দিয়ে লাড্ডু তৈরি করা হয়। বিভিন্ন ভাবে মাছ, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি দিয়ে কচু রান্না করে কচু উৎসব পালন করা হচ্ছে। বাত রোগের চিকিৎসার বিভিন্ন বড়ি খাওয়ানো হয় আজকের তিথিতে।
এর ধর্মীয় বা শাস্ত্রীয় কোনো ভিত্তি আমার জানা নেই। এটাকি শুধুই লোকাচার? নাকি কোনো গুঢ় তত্ত্ব আছে?  আপনাদের কারো এই বিষয়ে অভিজ্ঞতা থাকলে প্লিজ জানালে উপকৃত হবো।