প্রত্যেকের মোবাইল ভরা হিন্দি গান দিয়ে : তবু ইনডিয়া খারাপ,মালোয়ান!!! প্রত্যেকের পছন্দ ভারতের নায়ক নায়িকা। কেউ কিন্তু বাংলা সিনেমা দেখিনা। তবু ইনডিয়া খারাপ,মালোয়ান!!! প্রত্যেকের প্রথম পছন্দ : বাজাজ, টিভিএস,ইয়ামাহামটর সাইকেল। কেউ কিন্তু কিনতে চাইনা ওয়ালটন, রানার। তবু ইনডিয়া খারাপ,মালোয়ান!!! মার্কেট এ গিয়ে খুজি কারিনা,পাখি আর দিপিকার জামা।দেশি তাতের শাড়ি কিনতে চাইনা। তবু ইনডিয়া খারাপ,মালোয়ান !!! পাসপোর্ট করার পর বলি কোথায় যাওয়া যায়? সবাইবলে চল যাই কলকাতা,মুম্বাই,দিল্লী, আজমির,শিমলা। তবু ইনডিয়া খারাপ,মালোয়ান !!! অসুস্থ??? দেশে কিন্তু চিকিৎসা আছে তবু বলি : ভারত গিয়ে ডাক্তার দেখিয়ে আসি। চলে যাই চেন্নাই,বেংগালুর,কলকাতা। সুস্থ হয়ে দেশে ফিরে আসি। তবু বলি ইনডিয়া খারাপ,মালোয়ান!!! দোকানে গিয়ে খুজি, আছে ভাই ভারতের তৈরি চকলেট,বিস্কুট, ক্রিম? তবু ইনডিয়া খারাপ, মালোয়ান!!! বিয়ে বাড়িতে, রাস্তায়, প্রোগ্রাম এ দেদারছে বাজাই ভারতীয় গান আর নৃত্য করি। শুনতে ইচ্ছে হয়না দেশি গান। দেশি গান নাকি ক্ষেত! তবু ইনডিয়া খারাপ, মালোয়ান !!! প্রতিদিন খাবারে গিলতে থাকি সস্তায় কেনা ভারতীয় পিয়াজ,রসুন,মসলা… রেস্তোরায় গিয়ে খাই ডোসা, ছোলা ভাটরা। তবু ইনডিয়া খারাপ,মালোয়ান!!! নিজের দেশের খেলা দেখিনা, অথচ আই পি এল এলে টিভির রিমোট ছারিনা। জুয়া ও চলে সমানে সমান। তবু ইনডিয়া খারাপ,মালোয়ান!!! ৭১ সালে লাখ লাখ মানুষ হত্যা করছে পাকিস্তান,আর ভারত দিয়েছে কোটি মানুষ কে আশ্রয়, দিয়েছে খাদ্য বস্ত্র। তবু ইনডিয়া খারাপ,মালোয়ান!!! বাংলাদেশের চেয়ে বেশি মুসলমান ভারতে, ভারতের মুসলমানেরা আমাদের চেয়ে বেশি ধার্মিক। তবু ইনডিয়া খারাপ, মালোয়ান!!! আমাদের আচরনে,পছন্দে,নিত্য জুড়ে থাকে ভারত। ভারত কে ছাড়া আমরা চলতে পারছিনা। তবু গালি দেই চারাল আর মালোয়ান বলে!!! অবাক লাগে, অবাক হই !