সাম্প্রদায়িকতা ও মৌলবাদীদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর আজীবন লড়াই, তারই কন্যাকে সেই মৌলবাদীরা কওমি জননী হিসেবে ঘোষণা করেন।
এই দেশে একদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। নির্মলেন্দু গুণ তার বইয়ে উল্লেখ করেছিলেন, যেদিন রেডিওতে খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বলে ঘোষণা করে, সেই ঘোষণা শুনে তাঁর গ্রামের এক লোক দৌড়াতে দৌড়াতে গায়ের জামা খুলে বাতাসে উড়াতে উড়াতে চিৎকার করে বলতে থাকে ‘হিন্দুগো বাপ মরছে রে.. হিন্দুগো বাপ মরছে।’ এমন চিত্র বাংলাদেশের অনেক স্থানেই দেখা …