হিন্দুধর্ম গ্রহণ: আগরতলার পুরো একটি মুসলিম পরিবার হিন্দু হল। মজার বিষয় হলো এদের পূর্ব পুরুষ হিন্দু ছিল, তাদের বক্তব্য অনুযায়ী তাদের পূর্বপুরুষ মোঘল আমলে মুসলিম হতে বাধ্য হয়েছে। তার জ্বলন্ত উদাহরন তাদের টাইটেল।
ধারনা করা হচ্ছে এদের পূর্বপুরুষ মোঘল আমলে মুসলিম হয়েছিল কারন সে সময়ে অনেক হিন্দুকে জোর করে মুসলিম বানানো হয়েছিল তারা মুসলিম হলেও টাইটেল বদলায়নি তাই এখনও তদের টাইটেল হিন্দু পদবী কিন্তু তারা মুসলিম।
শ্রী রতন এবং তার স্ত্রী শ্রীমতি রত্না এর মেয়ে শ্রী মতিরুদ্রাক্ষ এবং শ্রী রতন এর মা শ্রীমতি গীতা একই সাথে ইসলাম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন।
আগরতলার থেকে প্রকাশিত দৈনিকে তাদের এই ধর্ম পরিবর্তন প্রকাশ করা হয়েছে।
আগরতলার থেকে প্রকাশিত দৈনিকে তাদের এই ধর্ম পরিবর্তন প্রকাশ করা হয়েছে।
আর পড়ুন….
- ধর্ম পরিবর্তন: বাংলাদেশের নীলফামারী জেলার মোঃ খাদিমুল ইসলাম এখন উৎসব ভট্টাচার্য।
- বোরকা ও নেকাব নিষিদ্ধ: কেন বিশ্বের বিভিন্ন দেশ বোরকা ও নেকাব নিষিদ্ধ করেছে?
- হেলানো টাওয়ার: পিসার টাওয়ারটি ৫ ডিগ্রি হেলানো, যা সারা বিশ্বে কৌতূহলের বিষয়, তবে ভারতে একটি মন্দির ৯ ডিগ্রি হেলে আছে, জানেন কি?
- ইরান কি আরব দেশ? ইরান কেন আরব দেশ হিসেবে বিবেচিত হয় না?