প্রাচীন ধর্ম

আপনি জানেন কি পৃথিবীর প্রাচীন ধর্ম কোনটি? কথবকথন মোস্তফা ও আদিত্য।

আপনি জানেন কি পৃথিবীর প্রাচীন ধর্ম কোনটি? বিসিএসের ছাত্রের কথবাকথন থেকে জানুন।

প্রাচীন ধর্ম

মোস্তফাঃ সকলের উচিত ইসলাম ধর্ম গ্রহণ করা।
আদিত্যঃ কেন?
মোস্তফাঃ কারণ সকল মানুষ আদম হাওয়া থেকে সৃষ্টি হয়েছে সেজন্য । 
আদিত্যঃ আদম হাওয়া যে মুসলিম ছিলেন তা কোথাও লেখা আছে? 
মোস্তফাঃ না। 
আদিত্যঃ ইসলাম ধর্মের প্রবর্তক কে?
মোস্তফাঃ স্বয়ং আল্লাহ
আদিত্যঃ তাহলে যে বিসিএসের সাধারণ জ্ঞান বইতে লেখা আছে ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ?
মোস্তফাঃ মুহাম্মদ হচ্ছেন শেষ নবী। মুহাম্মদের আগে অনেক নবী এবং রাসূল এসেছিলেন তা কোরানে লেখা আছে। 

আদিত্যঃ মুহাম্মদ যদি ইসলামের শেষ নবী হয় তাহলে মুহাম্মাদের প্রথম স্ত্রী বিবি খাদিজা সর্ব প্রথম ইসলাম গ্রহনকারী হয় কি করে? বয়স্কদের মধ্যে সর্ব প্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বক্কর।

যিনি ছিলেন মুহাম্মদের শশুর (আয়েশার পিতা) এবং ইসলামের ৪ খলিফার ১ জন। এটা আমার কথা নয় অসংখ্য ইসলামী বই এবং সাধারণ জ্ঞান বইতে লেখা আছে। এসব তথ্য যদি মিথ্যা হত তাহলে আপনারা অবশ্যই সংশোধনের জন্য প্রতিবাদ করতেন কিন্তু আপনারা যেহেতু প্রতিবাদ করেননি তার মানে এসব তথ্য সঠিক। 
মোস্তফাঃ আপনি যাই বলেন না কেন ইসলাম একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কোরানে লেখা আছে। 
আদিত্যঃ ধরে নিলাম ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। তাহলে আপনি একবার ভাবুন, যে ধর্ম মাত্র ১৪শ বছর আগে সৃষ্টি হয়েছে তার আগে জন্ম নেওয়া সবাই কি নরকে যাবে?? তারা কি ধর্ম পালন করতেন? বিজ্ঞান বলছে যে, এই বিশ্ব সৃষ্টি হয়েছে প্রায়  ২ কোটি বছর আগে। 

মোস্তফাঃ তারা সেই সময়ের ধর্ম পালন করেছেন কিন্তু এখন তা গ্রহণ যোগ্য নয়।
আদিত্যঃ তারমানে আপনি বলতে চাচ্ছেন স্রষ্টার ভুল হয় এবং সময়ে সময়ে সেই ভুল গুলো সংশোধনের জন্য স্রষ্টা নতুন কাউকে পাঠান??
মোস্তফাঃ মানুষ পথভ্রষ্ট হয়ে পড়ে সেজন্যসময়ে সময়ে  নতুন কাউকে পাঠান। 
আদিত্যঃ তাহলে সেইসব আগের ধর্ম গুলোকে কি ইসলাম ধর্ম বলা যাবে? 
মোস্তফাঃ না।

প্রাচীন ধর্ম
বিশ্বে প্রাচীন ধর্ম

আদিত্যঃ সনাতন ধর্ম অনুযায়ী আদি নরনারী হচ্ছেন মনু এবং শতরুপা, খ্রিস্টান ধর্ম অনুযায়ী আদি নরনারী হচ্ছেন এডাম এবং ইভ, আবার ইসলাম ধর্ম অনুযায়ী আদি নরনারী হচ্ছেন আদম এবং হাওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে ৩ টাই তো একসাথে সত্য হতে পারে না।তাই নয় কি?
মোস্তফাঃ অবশ্যই। 
আদিত্যঃ ধর্ম গ্রন্থ দিয়ে এই সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়। কারণ যে যার ধর্মগ্রন্থ গুলোকে সত্য হিসেবে ধরতে চাইবে। সেজন্য আমাদের একটি নিরপেক্ষ মানদণ্ড দরকার। তাই না?

মোস্তফাঃ হ্যাঁ 
আদিত্যঃ সবচেয়ে নিরপেক্ষ মানদণ্ড হচ্ছে বিজ্ঞান এবং ইতিহাস । বিজ্ঞান এবং ইতিহাস অনুযায়ী সবচেয়ে প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম যা অনেকে হিন্দু ধর্ম হিসেবে জানেন। আপনি যে কোনো বিজ্ঞান এবং ইতিহাস বইতে এই তথ্যটি পাবেন।

শুধু তাই নয় বিসিএসের সাধারণ জ্ঞান বইতেও লেখা আছে বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম।এর অর্থ দাড়াচ্ছে সকল ধর্মের পূর্ব পুরুষ অবশ্যই  সনাতন ধর্মালম্বী ছিলেন এবং সনাতন ধর্ম থেকেই অন্যান্য সকল ধর্মের সৃষ্টি হয়েছে । 
মোস্তফাঃ না মানে…ইয়ে মানে.. আমার ধর্মই একমাত্র সঠিক। 
আদিত্যঃ আজ পৃথিবীর সকল অশান্তির কারণ কি জানেন? আমি ভালো ছেলে, এটা সাবাবিক কথা কিন্তু আমিই একমাত্র ভালো ছেলে এটা ভয়ষ্কর কথা। আজ এই দুইয়ের পার্থক্যই পৃথিবীর যত অশান্তির কারণ।

পৃথিবীল সৃষ্টির শুরু থেকেই মানুষ প্রকৃতির পূজা করে আসছে। প্রকৃতির মাঝেই সেই পরম পিতা রহয়েছে সেই বিশ্বাস থেকে। পৃথিবীর সেবা করলেই সেই পরম পিতার সেবা করা হয়।  হিন্দু ধর্মের অপর নাম সনাতন ধর্ম, সনাতন শব্দের অর্থ চিরন্তর যা ছিলো, যা আছে এবং যা থাকবে। 

উপরে লেখাটি কথাবকথনে মাধ্যমে বুঝানো হয়েছে, তবুও  যদি কারও কোন সন্দেহ থাকে তবে গুলোলে গিয়ে এটা লিখুন “The ancient religion of the present world”  বা এখানে জান Religion in the Ancient World

লেখাটি পাটিয়েছে ঢাকা থেকে বন্ধু আদিত্য, Mail- [email protected]

 

আর পড়ুন..