ঘরওয়াপসি

ঘরওয়াপসি: ৪ মাস পর ৮০ জন ধর্মান্তরিত আদিবাসী ঘরে ফিরেছে।

ঘরওয়াপসি: ৪ মাস পর ৮০ জন ধর্মান্তরিত আদিবাসী ঘরে ফিরেছে। ছত্তিশগড়ের বিলাসপুর ৮০ জন আদিবাসি হিন্দু ধর্মান্তরিতদের ঘরে ফেরার চেষ্টায় চাঞ্চল্যকর তথ্যও সামনে আসেছে। ধর্ম জাগরণ মঞ্চের কর্মকর্তারা ধর্মান্তরিত হওয়ার কারণ জানতে চাইলে তাদের বেশিরভাগই বলে যে সমাজে সমতার আচরণ করা হয় না।

সমাজের নেতারা খারাপ ব্যবহার করে। সমাজে সমান আচরণ না হওয়ায় হতাশ হয়ে পড়ে গ্রামবাসীরা। ধর্মীও উৎসবের সময় সমাজে অবহেলিত শিকার হত এই সমস্ত আদিবাসি পরিবার গুলো। এতে অসন্তুষ্ট হয়ে চার মাস আগে ধর্মান্তরিত হয়েছিলেন তারা।

এই সংসবাদ সামনে আসার পর গণফোরামের নেতারা সমাজের প্রধানদের সঙ্গে আলোচনা করেন। আমরা যদি একে অপরের সাথে সমন্বয় করি, মানুষ হিসাবে প্রতিটি মানুষকে যদি যথা উপযুক্ত সম্মান দি তবে এই সমস্যা গুলো সমাজে তৈরি হওয়ার সুযোগ থাকবে না।

ঘরওয়াপসি: কোটা ব্লকের 20টি পরিবারের 80 জন মানুষের সাথে কথা বলার পর তারা তদের সমস্যার কথা বলেন, নেতা এবং প্রধান তাদের কথা শুনার পর তাদের কে আস্থত্ব করেলে তার আবার নিজ ধর্মে ফিরতে রাজি হয়েছেন। এর পর সমাজের প্রধান সহ গ্রামের সকলে মিলে ধর্মীও আচারনে মধ্যে দিয়ে পুনরাই হিন্দু ধর্মে ফিরেন।

এখানে উপস্থিত ধর্ম জাগরণ মঞ্চ ছাড়াও রাজ্য বিজেপির মন্ত্রী প্রবাল প্রতাপ সিং জুদেব ধর্মান্তরিত আদিবাসীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি গ্রামে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। ধর্মান্তরিত আদিবাসীরা বলেছিল যে তারা সমাজে তাদের প্রাপ্য স্থান পায়নি। পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করা হয় না। তাদের প্রিয়জনদের আচরণে অসন্তুষ্ট, তারা মূরত খ্রিষ্টান আদিবাসী ধর্মপ্রচারকদের সংস্পর্শে এসে ধর্মান্তরিত হয়েছিল।

ঘরওয়াপসি: আট মাস আগেও 275 ধর্মান্তরিত আদিবাসী আবার মূল ধারায় ফিরেছেন

গত দুই মাস আগে 275 ধর্মান্তরিত আদিবাসী মূলধারায় ফিরে এসেছিলেন। ঐ সময়ও উপজাতীয়দের সম্মান ফিরিয়ে দিতে এবং সমাজে তাদের প্রিয়জনদের মধ্যে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাসের প্রস্তাব করেন ফোরামের কর্মীরা।

কোট ব্লক ছাড়াও আশেপাশের আদিবাসীরা এখন মূল স্রোতে ফিরে আসছেন। ধর্ম জাগরণ মঞ্চের আধিকারিক রাজেশ মিশ্র বলেন, আট মাস আগে বিলাসপুর শহরের জুনা, সরকান্দা, দয়ালবন্দ এবং আশেপাশের বসবাসকারী ২৭৫ জন মানুষ ধর্মান্তরিত হয়েছিলেন। তাদেরকে বোঝানোর পর সবাইকে হিন্দু ধর্মে ফেরার ব্যবস্থা করা হয়েছিল।

ভিএইচপির প্রচারণা কাঙ্কের জেলায়, বিশ্ব হিন্দু পরিষদের আধিকারিকরা ঘরে ফেরার প্রচার চালাচ্ছেন। ভিএইচপির জেলা সভাপতি এবং জনপদ পঞ্চায়েতের সদস্য রামচরণ বলেছেন যে জেলার কিষাণপুরী গ্রামে সাহু সম্প্রদায়ের 25 জন এবং ঈশ্বর সম্প্রদায়ের ছয়টি পরিবার ধর্মান্তরিত হয়েছে। এক বছর পর সবাইকে ঘরে ফেরানো হয়েছে।

আর পড়ুন…..