বাঙালির জয় হোক, জয় গৌড়, জয় বঙ্গ।-দুরর্ম
বাঙালির জয় হোক, জয় গৌড়, জয় বঙ্গ। ছোটবেলায় একটা গানে শুনেছিলাম, সোনার বাংলা দুটি ভাগ হল, স্বাধীনতার নামে। গানটা নেহাতই মামুলি, গানটার বাদবাকি আর কিছু মনেও নেই। কিন্তু এই পংক্তিটা মনে থেকে গেছে, আর আজও প্রত্যেক স্বাধীনতা দিবসের প্রাক্কালে মনে পড়ে। প্রত্যেক চোদ্দই অগাস্ট মনে পড়ে, এইদিনে পূর্ব পাকিস্তান তৈরি হয়েছিল বাংলা ভেঙে (নামটা অবশ্য …