আসুন… আজ আপনাদের একটা মজার খবর দেওয়া যাক … !!
আমাদের যেমন ক্লাস টেনের বোর্ডের পরীক্ষার নাম মাধ্যমিক,… তেমনি মদ্রাসার অনুরূপ পরীক্ষাটির নাম আলিম। ইন্টারনেট ঘেঁটে আবিস্কার করলাম এক অবাক তত্ত্ব। মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় ইতিহাসের সিলেবাসই শুরু হয়… ৭১২ খৃষ্টাব্দ থেকে…!!
– অর্থাৎ যে বছর রাজা দাহীর’কে পরাস্থ করে মহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশ জয় করেন!
…. অর্থাৎ আরেকটু ভালো করে বললে বিষয়টি এই দাঁড়ায় যে, ৭১২’র আগে… ভারতীয় ইতিহাস সম্পর্কে আমাদের মুসলমান ভাইয়েরা কিছু জানতেই পারেন না। তাদের জানতে দেওয়া হয় না, মহেঞ্জোদারো বা হরপ্পা’র কথা। তারা জানতে পারেন না, গৌতম বুদ্ধ থেকে শুরু করে সমুদ্রগুপ্ত, অশোক বা হর্ষবর্ধন… কারও নাম। আরও আশ্চর্য, ১১৯২’এর পানিপথের যুদ্ধে মহাম্মদ ঘোরী কতৃক হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের পরাজয় এবং হত্যার পরবর্তী ইতিহাস থেকেই তাদের ইতিহাসে আধুনিক যুগ শুরু হয়।
…. অর্থাৎ… আমরা যেমন মাধ্যমিকে ইতিহাসে… প্রাচীন,মধ্য এবং আধুনিক যুগের ইতিহাস পড়ি, তারা কেবল আধুনিক যুগের ইতিহাস পড়েন,… যা শুরু হয় ১১৯২’র তরাইনের যুদ্ধের পর থেকে!!
…. আমার কথা নিশ্চই বিশ্বাস হচ্ছে না, … তাই তো?
– হাতের কাছে ইন্টারনেট থাকতে অসুবিধা কোথায়? পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ইতিহাসের সিলেবাসটা একবার স্বচক্ষেই দেখে নিন….!!