শহীদ দিবস নিয়ে কিছু প্রশ্ন।
লিখেছেন :- দেবতরু বসু !!!
১) সেইদিন যে ১৩ জন পুলিশের গুলিতে আর সিপিএমের হার্মাদ বাহিনীর আক্রমণে প্রাণ হারিয়েছিলো তারা ছিলো কংগ্রেস কর্মী।
২) যারা পুলিশকে গুলি চালানোর আদেশ দিয়েছিল শাসক দল বামফ্রন্ট।
৩) আজকে শহীদ দিবস পালন করছে তৃনমূল।
যাদের জন্মই হয়নি সেই ঘটনার সময়।
৪) সেই দিনের কংগ্রেস আজকে সেইদিনের বামফ্রন্টের সাথে জোট করে ভোটে লড়ছে।
৫) সেইদিন ১৩ জনকে খুন করলো CPM এর হার্মাদ আর বামফ্রন্টের পুলিশ।
কিন্তু আজ শহীদ দিবসের মঞ্চে গালাগালি করা হচ্ছে বিজেপি কে, নরেন্দ্র মোদি,আমিত সাহ,দিলিপ ঘোষ কে।
৬) মঞ্চটা শহীদের স্মরণে কিন্তু আলো করে পাগলু ডান্স খ্যাত শিল্পীরা আর ভাড়ায় খাটা বুদ্ধিজীবীর লোকজন বসে ছিলেন সামনের সাড়িতে।
৭) সেইদিনের স্বরাষ্ট্রসচিব যিনি গুলি চালানোর আদেশ দিয়েছিলেন মনীষ গুপ্ত আজ শহীদের মঞ্চে তৃণমূলের বিধায়ক হিসাবে উপস্থিত ছিলেন।
সকাল থেকে যে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে তার তাৎপর্য নিশ্চই বুঝতে পারছেন না।
এই জল সেই ১৩ জন শহীদের চোখের যারা সেইদিন নিজেদের প্রাণ দিয়েছিল।
তবে হ্যাঁ জলটা হাসিতে বেরোচ্ছে নাকি কান্নায় সেটা বলা মুশকিল।
রাজনীতি কাকে বলে বাংলার মানুষ দেখছে।