নদী না দেখে দয়া করে নগ্ন হবেন না ।

এক রাজা প্রচুর অর্থ ব্যয় করে একটি সুন্দর রাজপ্রাসাদ তৈরী করল । সেই রাজপ্রাসাদের দরজার সামনে গনিতের একটি সুত্র লিখে দিল এবং রাজা ঘোষণা করল যে ব্যাক্তি এই গনিতের সূত্র সঠিকভাবে করে দরজাটা খুলতে পারবে তাকে এই রাজ্যের উত্তরাধিকারী করা হবে ।

রাজ্যের বড় বড় গনিতজ্ঞ এলো তবুও গনিতের সমাধান করে দরজাটা কেউ খুলতে পারল না, ৩ দিন ধরে সব গনিতজ্ঞ চেষ্টা করে যেতেই লাগল ।

অবশেষে শেষদিন এক সাধু এসে রাজাকে বলল, আমি কি চেষ্টা করে দেখতে পারি?
রাজা বলল- অবশ্যই আপনি চেষ্টা করতে পারেন সাধুবাবা ।

সাধু ধীর গতিতে দরজার সামনে গিয়ে লোহার কপাট দুটোকে ঠেলে দরজাটা খুলে দিল,

রাজা সাধুকে জিজ্ঞেস করল- আপনি কি করে বিনা গনিত কষে দরজাটা খুলবে বলে জানতে পারলেন?

সাধু উত্তর দিল- আমি প্রথমে দেখলাম দরজাটা খোলা যায় কিনা, যদি না খোলা যেতো তাহলে গনিতটা সমাধান করার চেষ্টা করতাম, আমি প্রথমে দরজাটা ঠেলে খোলার চেষ্টা করেছি কারন আমার বুদ্ধি বলেছিল গনিতটা ভুল থাকতেও তো পারে ।

নীতিকথা- যে সমস্ত গাধারা জিএসটির বিরোধীতা করে লাফাচ্ছেন তারা আগে কয়েকমাস জিএসটির ভালোমন্দটা বুঝুন তারপর যদি মনে হয়ে জিএসটির ফলে মানুষের ক্ষতি হচ্ছে তখন লাফঝাঁপ করবেন ।
নদী না দেখে দয়া করে নগ্ন হবেন না ।