কৃষ্ণগহ্বরের নতুন রহস্য উদঘটক ইন্দ্রানী ব্যানার্জি ও বনিব্রত মুখোপাধ্যায়।।

কৃষ্ণগহ্বরের নতুন রহস্য

মহাবিশ্বের সৃষ্টির রহস্যের পেছনে যেসব বিচিত্র বিষয়
রয়েছে তার মধ্যে কৃষ্ণগহ্বর
একটি।
কলকাতার দুই বিজ্ঞানীর গবেষণায় কৃষ্ণগহ্বরের ধারণায়
নতুনত্ব এসেছে।
ক্যালকাটা
টেলিগ্রাফের খবরে এ তথ্য প্রথম প্রকাশ করে। ইন্দ্রানী ব্যানার্জি
ও বনিব্রত মুখোপাধ্যায় নামের ওই দুই
বিজ্ঞানী ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান
সায়েন্সে ইনস্টিটিউট অব সায়েন্সে গবেষণারত রয়েছেন। তারা
কৃষ্ণগহ্বরের
ঘূর্ণন ও ভরের
মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন। তাদের গবেষণায় উঠে এসেছে
, ভর বেশি হলে গতি এবং ঘূর্ণনও বেশি হয়। মূলত
তাদের গবেষণায় উঠে এসেছে
, ভর ও ঘূর্ণনের মধ্যে সম্পর্ক। গবেষণায় তারা
দেখিয়েছেন ভর ও ঘূর্ণন একে অন্যের
সঙ্গে সম্পর্কযুক্ত, আর এ ভর দিয়ে ঘূর্ণন গণনা করা সম্ভব।