যে ব্রাহ্মন যে শুদ্রের বাড়িতে গিয়ে কিছুই খায় না।

ব্রাহ্মন যে শুদ্রের বাড়িতে গিয়ে কিছুই খায় না। নিচের ব্যক্তি গুলোর নাম ও পরিচয় সেই টাইপের ব্যক্তির জন্যে.–
.
১। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বা
ব্যাস দেব- যার মাতা জেলে ছিল।
.
২। মহর্ষি বাল্মিকি-রামায়ণের
রচয়িতা। যিনি একজন নিম্নবর্ণের
হিন্দু ছিলেন।
.
৩। মহর্ষি ঐতরেয়- ঐতরেয় উপনিষদের
রচয়িতা। যার মা শুদ্র ছিলেন।
.
৪। মহর্ষি পরাশর- যার পিতা চন্ডাল
(শুদ্রের মধ্যে সর্বনিম্ন) ছিলেন।
.
৫। মহর্ষি বশিষ্ঠ- যার মাতা পতিতা
ছিলেন।
.
৬। পন্ডিত বিদূর- ধৃতরাষ্ট্রের মন্ত্রী।
যার মা নিম্নবর্ণের দাসী ছিলেন
কিন্তু তিনি ব্রাহ্মণের মর্যাদা
পান।
.
৭। ঋষি সত্যকাম জাবালা- যার
উল্লেখ ছান্দোগ্য উপনিষদে
রয়েছে। তিনি একজন পতিতাপুত্র
ছিলেন। কোন পিতৃ পরিচয় ছিল না।
.
৮। মহর্ষি বিশ্বামিত্র – শুদ্র
মতান্তরে ক্ষত্রিয় ছিলেন।
.
৯। কোশিক মুণি- শুদ্রজাত।
.
১০। মহর্ষি শঙ্করাচার্যের গুরু একজন
পতিত/দলিত সম্প্রদায়ের ছিলেন।
.
১১। ঋষি মাতঙ্গ – নিম্নবর্ণের হিন্দু
ছিলেন।

আর অস্পৃশ্যতা বা অন্ন পাপ বলে যা
প্রচার করেন তা করে আপনারা
স্বয়ং ভগবান শ্রীরামের অপমান
করেন। শ্রীরামের বন্ধু ছিলেন গুহক
চন্ডাল।