সনাতন (হিন্দু) র্ধমে নারীদের অধিকার!

সনাতন (হিন্দু) র্ধমে নারীদের অধিকার!

১)”পিতার সম্পত্তিতে নারী ও পুরুষের সমান
আধিকার রয়েছে।”ঋগবেদ ৩/৩১/১

২)”গর্ভের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক
সে যেন ভালোথাকে।”অর্থববেদ ২/৩/২৩

৩)”একজন নারীর কখনো যেন কোন সতীন না
থাকে।”অর্থববেদ ৩/১৮/২

৪)”নারী হল মঙ্গলময়ী লক্ষী”।অর্থববেদ ৭/১/৬৪

৫)”নারী হল জ্ঞানের ধারক”।অর্থববেদ ৭/৪৭/১

৬)”নারী হল শিশুর প্রথম জ্ঞানদাতা”।
অর্থববেদ৭/৪৭/২

৭)”নারী শিক্ষা গ্রহণ শেষে পতিগৃহে
যাবে।”অর্থববেদ ১১/৫/১৮

৮)”নারী দুঃখ কষ্ট না হয়।”অর্থববেদ ১২/২/৩১

৯)”নারীকে উপহার হিসাবে জ্ঞান উপহার দাও।”অর্থববেদ ১৪/১/৬

১০)”যেসকল নারী দেহ রুপ দেখিয়ে অপরের
সাথে বন্ধুত করতে চায়,তারা হায়েনাদের মত,এবং তাদের জন্য নরকভোগ অনিবার্য,
তাদের পরিত্যাগ কর”।ঋগবেদ ১০/৯৫/১৫

১১)হে নারী!মৃত পতির শোকে অচল হয়ে লাভ
কী? বাস্তব জীবনে ফিরে এস।পুনরাই পতি গ্রহণ
করো”।অর্থববেদ ১৮/৩/২ ঋগবেদ ১০/১৮/৮
এশ্লোকে বিধবা নারীকে বিবাহ করতে বলা হয়েছে।

Courtesy: Hindoo – হিন্দু page