আমরা জানি হিন্দুদের বর্ণপ্রথা ভীষণ খারাপ, দীর্ঘদিন বর্ণপ্রথার বিরুদ্ধে জোরালো প্রতিবাদও করলো হিন্দুরা। এখন বর্ণপ্রথার কুপ্রভাব অনেকটাই ক্ষীণ।
শিয়া সুন্নী কাদিয়ানিত্ব নিয়ে মুসলমান ভাইয়েরা তো আরো বিভক্ত। একদল কাদিয়ানিদের স্বীকার করে না, একদল শিয়াদের। এমন বিভক্তি মুসলমান ভাইদের মধ্যে আরো আছে। হিন্দুদের বর্ণপ্রথা নিকৃষ্ট, কিন্তু শিয়াদেরকে বোমা মেরে হত্যা করতে হবে, কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, মারফতিদের কাফির ঘোষণা করতে হবে, এগুলোও কী হিন্দুদের বর্নপ্রথার চেয়ে মহান কিছু??
কিন্তু এগুলো নিয়ে তো কোন কথা শুনি না। এগুলো ধরে রেখে কী ভালোকিছু হবে? সময়ের সাথে অনেক কিছুই সংস্কার হতে হয়। না হলে তার রেজাল্টে আফগানিস্তানের কাবুলের এই বোমা হামলায় অর্ধ শতাধিক মানুষের মৃত্যুর মতোই ঘটনা ঘটে ও ঘটবে।
সেজন্য প্রস্তুতও থাকতে হবে।