রাম-রহিমের ইসুকে কেন্দ্র করে যারা শুধুমাত্র BJP & RSS কে দোষারোপ করছেন

রাম-রহিমের ইসুকে কেন্দ্র করে যারা শুধুমাত্র BJP & RSS কে দোষারোপ করছেন , post টা তাদের জন্য ?
****************************
যারা বলছেন ইনি হিন্দু সাধু , এটা সম্পূর্ণ ভুল ৷ প্রথমতঃ এই পাষন্ড শুয়োর টি জন্ম গ্রহন করে একটি শিখ পরিবারে ৷ দ্বিতীয়তঃ এই ছোটলোক ভন্ড টা নিজের একটি সেকুলার ধর্ম স্থাপনা করে সম্পূর্ণ নিজস্ব এক্তিয়ার ভুক্ত এবং নিজের একটি সেকুলার মার্কা নাম ধারণ করেন ** রাম – রহিম বাবা ‘….. এর ভক্ত সংখ্যা শুধুমাত্র হিন্দু , শিখ এর মধ্যেই সীমাবদ্ধ নয় অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ ও আছে , ওর স্বঘোষিত নামটাই তার প্রমাণ বহন করে কোড- আনকোড ** রাম & রহিম বাবা *** ৷
.
মজার ব্যাপার , যে ধর্ষণ ইসু কে কেন্দ্র করে আজ এই ভন্ড বাবা ধর্ষক হিসাবে প্রমাণিত সেই কেস BJP নিয়ন্ত্রিত বাজপেয়ী সরকারে আমলে ২০০২ সালে লিখিত ভাবে কোর্টে কেস করা হয় এবং স্বয়ং ততকালীন প্রধান মন্ত্রী মাননীয় শ্রী অটল বিহারী বাজপেয়ী এবং ততকালীন হরিয়ানা হাই কোর্টের বিচারপতির সম্পূর্ণ তত্ত্বাবধানে ৷
.
আজকে এই ভন্ড ধর্ষক বাবা কে ইনটারন্যাশানল হিরো কারা বানিয়েছে ? কারা একে Z ‘ ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে ? BJP সরকার তো এই ‘ ৩ ‘ বছর কেন্দ্রীয় সত্তায় আছে কিন্তু তার আগে তো কংগ্রেস দ্বারা নিয়ন্ত্রিত সরকার ছিল কেন্দ্রে আর সব কিছু জেনে বুঝে কংগ্রেস সরকার কিভাবে একে ‘ Z ‘ সিকিউরিটি প্রদান করে ৷ এবং এটা প্রমাণিত সত্য রাজনীতি তে ক্ষমতা জেতার উদ্দেশ্যে কংগ্রেস সরকার বারং বার এই ভন্ডকে ব্যবহার করেছে তার ভক্তকুলের ভোট প্রাপ্তির আশায় ৷
.
আরো একটি মজার ব্যাপার ২০০২ থেকে CBI কে দিয়ে দিনের পর দিন এই ভন্ড ধর্ষকের কেস কে ঝুলিয়ে রেখে একে প্রশ্রয় দিয়ে এসেছিল এই কংগ্রেস সরকার , তা না হলে একটা সামান্য জিনিষ ভেবে দেখু , একটি রেপ কেসের দোষিকে প্রমাণিত করতে কি ১৬ ‘ বছর সময় লাগে (২০০২-২০১৭) !! ……. তাহলে এই দীর্ঘ মেয়াদী CBI এর বিশেষ আদালতে বিচার প্রক্রিয়া চলাকালিন কোন সরকার বেশি দিন কেন্দ্রে ছিল ? কংগ্রেস নাকি BJP ? সত্যিকারের ভেবে দেখুন তো CBI কি রাজনৈতিক চাপের কাছে প্রভাবিত হয় নি ? তা না হলে এতদিন কিভাবে বিচার প্রক্রিয়া চলা সম্ভব !! ….
আর সত্যি যদি BJP এই ভন্ড সাধু কে বাঁচাতে চাইত তাহলে কি CBI এর বিশেষ আদালতে সেই BJP এর আমলেই তার শাস্তি এবং দোষি সাবস্তকরণ সম্ভব হতো ? কেন BJP কি CBI কে প্রভাবিত করতে পারতো না ৷ আমার ভালো করেই জানি ভারতীয় শাসনতন্ত্র অনুযায়ী যথেষ্ট ক্ষমতা থাকে একটি কেন্দ্রীয় সরকারের CBI কে প্রভাবিত করার কিন্তু BJP সরকার সেটা করে নি ৷
.
অবশ্যই মানতে কোন অসুবিধা নেই ২০১৪ তে এই ভন্ড সাধু কে BJP আর্জি জানিয়ে ছিল তার ভক্ত কুলের ভোট প্রাপ্তি র জন্য কিন্তু এর আগে যেটা বছরের পর বছর কংগ্রেস সরকার করে এসেছে এবং তাকে প্রশাসনিক সুরক্ষা প্রদান করে গেছে ৷ কিন্তু BJP সরকার সেটা করে নি তার সব থেকে বড় প্রমাণ ১৬ বছর ধরে চলা কেসের নিষ্পত্তি CBI নিয়ন্ত্রিত বিশেষ আদালতে ৷
.
তাই শুধু BJP কে দোষ দিয়ে লাভ হবে না দোষ দিতে হলে ভারতবর্ষের এই দীর্ঘ ৭০ বছরে রাজনীতির নোংরা সিস্টেম টাকে দোষারোপ করুন , ১৬ বছর হ্যাঁ ১৬ বছর লাগে একজন ধর্ষকের শাস্তি হতে !! এটাই কংগ্রেস দ্বারা নির্মিত ভারতীয় রাজনীতির ইকোসিস্টেম দীর্ঘ্য ৭০ বছরের ৷