ধিক আমাকে!!!
রবিবারের যুগশঙ্খ দৈনিক প্ত্রিকা পড়ার পর দুই রাত ঠিক ঘুমাতে পারিনি। আমেরিকায় প্রেশক্রিপশান ছাড়া ওই সব ঘুমের ওষুধ পাওয়াও যায় না। আমার ঘুমে রকোনো অসুবিধা হয় ও না তাই সংগে করে আমিও নি।
” বাংলার বাঘ” স্যার আশুতোষ মুখোপাধায়ের পুত্র, “ভারত কেশরী (সিংহ) ” শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিজের হাতে গড়া রাজনৈতিক দলের আজ কি হাল!!!!!!!!!
তাবত বাঘা বাঘা সর্বভারতীয় নেতা, নেহেরু,গান্ধী,জিন্নার সংগে যে ব্যাক্তি সমানে পাঞ্জা লড়ে ছিলেন, সেই শ্যামাপ্রসাদের তৈরী দলে আজ কিছু “মেষ শাবক” করে কম্মে খাচ্ছে।
শ্যামাপ্রসাদকে এবং হরিপদ ভারতীর মতো নেতাদের আদর্শকে অবমাননা করে, আজ কিনা কংগ্রেস ( যে দল শ্যামাপ্রসাদ ছেড়েছিলেন) দলের সভাপতিকে দলের মুখ হিসাবে চাইছে। নিজেদের এতোখানি দেঊলিয়া বানিয়ে দিয়েছে ???????
আর আমিও সেই দেঊলিয়া দলের হয়ে আনন্দে ডগমগ থাকবো????
ধিক আমাকে। হে ঈশ্বর!!! , এই দেখাও বাকী ছিলো ??