● খৃষ্টধর্মের প্রবর্তক যীশু খৃষ্টের জন্মস্থান জেরুজালেমের দখল ছাড়তে চায় না তারা।
● শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্মস্থান লাহোরের দখল নিয়েছে তারা।
● পার্সীদের ধর্ম প্রবর্তক জরাথ্রুস্টের জন্মস্থান ইরান তাদের দখলে।
● ইহুদিদের সূতিকাগার ইজরায়েল দখলে তারা সদা সচেষ্ট।
● হিন্দুধর্মের সবথেকে জনপ্রিয় দুই অবতার শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ও শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরায় ঠিক জন্মস্থানেই দুই মসজিদ তৈরী করে রেখেছে তারা।
কিন্তু তাদের ধর্মের প্রবর্তকের জন্মস্থানে তো দূরের কথা, পুরো আরবেই বিধর্মীদের উপাসনার কোনো অধিকার নেই। এ কেমন সহিষ্ণুতা? এ কেমন উদারতা?