পশ্চিমবঙ্গের প্রতিটি দায়িত্বশীল নাগরিককে অনুরোধ এই পোস্টটি পড়ে ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করা….
আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ২০১১ সালে বাংলার শাসন ক্ষমতা হাতে নিয়েই অভিযোগ করেছিলেন গত ৩৪ বছর সিপিএম সরকার নাকি ২ লক্ষ কোটি টাকা ৠন করে গেছেন, অথচ আজকের দিনে মাত্র ৭ বছরে তৃণমূল সরকারও প্রায় সিপিএমের সমান ৠন করে ফেলেছে মেলা, উৎসব, দান-খয়রাতি করে ।
আমাদের সমাজে আজও যদি কোনো পরিবার বেহিসাবী খরচ করে তাহলে পাড়াপড়সী জানতে চায়- এতো রোজগার আসছে কোথা থেকে? মমতা ব্যানার্জী একের পর এক দান খয়রাতি করেই চলেছে অথচ পশ্চিমবঙ্গের কোনো দায়িত্বশীল নাগরিক একবারের জন্য প্রশ্ন করছে না এতো টাকা আসছে কোথা থেকে?
হাজার হাজার ভুয়ো ক্লাবকে ২ লক্ষ করে টাকা, কোটিপতি তৃণমূলী নেতার মেয়েদের কেউ ২৫০০০ করে টাকা, স্কুটিতে চড়া মেয়েদের কে সবুজ সাথীর সাইকেল এখন আবার উনি বিবাহের জন্য ২৫০০০ করে টাকা দেবেন “রুপশ্রী” প্রকল্পের মাধ্যমে । আচ্ছা, বলুন তো ভারতবর্ষের কতজন নিজেদের সঠিক আয়ের হিসেবে দেয়? কতজনই বা ইনকাম ট্যাক্স প্রদান করে?
আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি গ্রামের দিকে ১.৫ লক্ষ টাকার উপরে বাৎসরিক রোজগার শতকরা ৫০% লোকের উপরে করে যারা ব্যাঙ্কের বদলে মুড়ির টিনে নগদ টাকা রাখে, গরু মোষ কিনে রাখে, ছোটো খাটো দোকানে সোনার গয়না কিনে রাখে অথচ সরকারের কাছে সমস্ত সুযোগ লাভ করে, পঞ্চায়েত এলাকাতে ২০ লক্ষ টাকার মালিকও স্থানীয় নেতাকে ধরে ১৫০০ টাকার মাসিক রোজগারের সার্টিফিকেট এনে নিজেদের কাজ হাসিল করে নেয় ।
এই ধনীদের মেয়েরাই “রুপশ্রী” “কন্যাশ্রী”র টাকা নিয়ে দামী স্মার্টফোন কিনে সেলফি তুলছে এইরকম হাজার প্রমান আমি দিতে পারবো…..
আমার প্রশ্ন হল, রাজ্য সরকারের বাৎসরিক আয় কত? আমাদের রাজ্যের শিল্পের দৈন্যদশা চলছে, রাজ্যে কোন শিল্পপতি বিনিয়োগ করতে ইচ্ছুক নয়, প্রতিদিন কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, টেট-এসএসসির নিয়োগ বন্ধ, বেকার সমস্য দিন দিন বাড়ছে অথচ মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের কথা না ভেবে ভোটব্যাঙ্কের জন্য দান খয়রাতি করেই চলছে…
মমতা ব্যানার্জী চলতি অর্থবর্ষে বাজেটে ৩৫৫১ কোটি টাকা উচ্চ শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ব্যয় করছে অপরদিকে মাদ্রাসা ও সংখ্যালঘুদের জন্য ৩৭১৬ কোটি টাকা ব্যয় করছে শুধুমাত্র মুসলিম ভোট পাওয়ার লোভে ।
আচ্ছা, বলুন তো মাদ্রাসা থেকে শিক্ষিত হয়ে কতজন বিজ্ঞানী হবে? কতজন ডাক্তার হবে? কতজন ইঞ্জিনিয়ার হবে? মাদ্রাসাতে আজও কোনো বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, গনিত বিষয়ে শিক্ষা দেওয়া হয়না শুধুমাত্র কোরান আর ইসলামের ব্যাপারে শিক্ষা দেওয়া হয়ে অথচ সেই মাদ্রাসার জন্য ৩৭১৬ কোটি টাকা দেওয়ার মানেটা কি?
ওই ৩৭১৬ কোটি টাকা দিয়ে শিল্প গড়লে কর্মসংস্থান হত, ৩৭১৬ কোটি টাকা শিক্ষা-স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় করলে পশ্চিমবঙ্গের উন্নতি হত কিন্তু মমতা ব্যানার্জী ভোটব্যাঙ্কের জন্য জনগনের কর দেওয়া ৩৭১৬ কোটি টাকা মুসলিমদের খুশী করতে ব্যয় করল….
আমি প্রত্যেকটি পশ্চিমবঙ্গের দায়িত্বশীল নাগরিকের কাছে জানতে চাই একটা সাইকেল, ২৫ হাজারের কন্যাশ্রী, ২৫ হাজারের রুপশ্রীতে কি আপনাদের সারাজীবন চলে যাবে? নাকি ভবিষ্যত প্রজন্মের ব্যাপারেও কিছু ভাববেন?
আজকে আপনার কন্যা হয়তো ৫০ হাজার টাকা পাবে কিন্তু সেই কন্যার গর্ভ থেকে যখন ভবিষ্যতে সন্তান জন্ম নেবে সেই সন্তান ৠনগ্রস্ত,জেহাদী অধ্যুষিত পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করবে ৠনের বোঝা মাথায় নিয়ে, সেই ভবিষ্যতের কথা কি চিন্তা করেছেন একবারের জন্য?
পশ্চিমবঙ্গকে ধংস করার দায়িত্ব মমতা ব্যানার্জী নিয়ে নিয়েছে তাই রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিতে চাইছে, মাদ্রাসাতে কোটি কোটি টাকা ঢালছে এমনকি সরকারের কোষাগারকে ধংস করার জন্য দান-খয়রাতি প্রকল্প চালু করছে যাতে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিকাঠামোকে শেষ করে দেওয়া যায়…..
“রুপশ্রী” প্রকল্পের কথা শুনে হাততালি দেওয়ার আগে, মা-মাটি-মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জী জিন্দাবাদ বলার আগে দশবার ভাবুন আপনি নিজের ভবিষ্যত প্রজন্মের গলাটা নিজেই টিপে দিয়ে যাচ্ছেন না তো???
- আরো পড়ুন…
- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি………..!!!
- হরপ্রসাদ শাস্ত্রী বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের…
- রাজা রামমোহন রায় : ভারতীয় রেনেসাঁর জনক-দূরর্ম
- রাষ্ট্রভাবনা রবীন্দ্রনাথ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ।-দুরর্ম
- মার্কিন সৈন্যের একটি অনুসন্ধানী দল মহাভারতের একটি বিমান আবিষ্কার করেছে?
- কাশ্মীরে হিন্দু রাজার হাতে গজনীর অপমানজনক পরাজয়।
- বেদ- একটা গল্প ও তার কাটাছেঁড়া, শ্রেণীসংগ্রাম অর্থাৎ ইতিহাস কিন্ত থেমে নেই, থেমে নেই পথ…
- লাভ জিহাদ এতকাল একটি একতরফা প্রজেক্ট ছিলো। এখন সময় পাল্টেছে, প্রশ্ন উঠছে, কেন?
- ব্যোমমিত্রা: এই রোবটটি প্রথমবারের মতো ভারতীয় বিজ্ঞানীদের মহাকাশে নিয়ে যাবে!
- হারাম: প্রতিভাকে যেখানে পাপ বলে মনে হয়, সেখানে আর যা হোক প্রতিভা সর্বোচ্চ উৎকর্ষতা পাবেনা।