কলকাতা বইমেলাতে যে বিনামূল্যে কোরান বিতরণ হচ্ছে তা আমি পেয়েছি ও মিলিয়ে দেখেছি। ঠিক আছে। আয়াতগুলির অনুবাদ বিকৃত করা হয়নি।
৯/৫-এ মুশরিক (বহু দেবতার পূজক; মানে অংশীবাদী, মানে হিন্দু) দেরকে হত্যা করার কথা; ৩/২৮-এ অবিশ্বাসী অর্থাৎ কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করার কথা; ৪৭/৪-এ যুদ্ধের সময় কাফেরদের গলা কাটার কথা; ২/২২৩-এ নিজ স্ত্রীদেরকে শস্যক্ষেতের মত ব্যবহার করা; ৩৩/৫০-এ মহম্মদের (মোহরানা দিয়ে) যত খুশি স্ত্রী গ্রহণ করার কথা – এসব আছে। তাই সবাই বিনামূল্যে এই কোরান সংগ্রহ করতে পারেন এবং তা মন দিয়ে পাঠ করে কান্ডজ্ঞান ফিরে পেতে পারেন যে কান্ডজ্ঞান আমাদের পূর্বপুরুষদের ছিল না, যে কান্ডজ্ঞান আমাদের ধর্মগুরুদের ছিল না, এখনো নেই।
২৭৪ নম্বর স্টলে কোরান পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। আর মাত্র ১০ টাকার বিনিময়ে এই পবিত্র গ্রন্থখানি সংগ্রহ করতে পারেন ২৮৫ নম্বর স্টল থেকে।
হিন্দি কোরানও পাওয়া যাচ্ছে।
যে কোনো ধর্মকে জানা অতি পবিত্র কাজ। আর না জেনে মন্তব্য করা ও মানুষকে বিভ্রান্ত করা পাপ কাজ। এই পাপই আমাদের পূর্বপুরুষরা করে এসেছেন এবং হিন্দু ধর্মগুরুরা এখনো করে চলেছেন। ওই গুরুদের ত্যাগ করুন।
কোরান পড়ুন – কান্ডজ্ঞান তৈরী করুন। তাহলে আবার রিফিউজি হতে হবে না।
[জনস্বার্থে কোরান এর প্রচার]