ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুত্রে ভারতের মাটিতে 3 কোটি বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশ করে থাকছে ।।।

মমতা ব্যানার্জ্জী কে যারা আবার মুখ্যমন্ত্রী করবেন  ভাবছেন সেই সমস্ত আঁতেলদের কাছে আমার কয়েকটি প্রশ্ন:-
উত্তর দিন দয়া করে?

১. মমতা ব্যানার্জ্জী জিএসটি নিয়ে চেঁচামেচি করেছিলো কিন্তু জাতীয় সঙ্গীত ব্যাধতামূলক করার ইস্যুতে চুপ কেনো?

২. মমতা ব্যানার্জ্জী নোট বাতিলের সময় বিরোধীতা করে পথে নেমেছে কিন্তু মুসলিমরা বন্দেমাতরম বলবে না সেই ইস্যুতে চুপ কেনো?

৩. মমতা ব্যানার্জ্জী ব্যাপম, বিজয় মালিয়া কান্ডে চিৎকার করেছে কিন্তু সারদা,রোজভ্যালি,আই কোর,কংগ্রেসের টুজি, কমনওয়েলথ, ন্যাশনাল হেরাল্ড, কোলগেট কেলেঙ্কারির সময় চুপ কেনো?

৪. মমতা ব্যানার্জ্জী অসহিষ্ণুতার ইস্যুতে চিৎকার করেছে অথচ তিন তালাক ইস্যুতে চুপ কেনো?

৫. মমতা ব্যানার্জ্জী হিন্দু মৌলবাদের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন কিন্তু মুসলিম মৌলবাদীদের বেলায় চুপ কেনো?

৬. মমতা ব্যানার্জ্জী গো-রক্ষকদের বিরুদ্ধে চিৎকার করেছে কিন্তু লাভ জিহাদ নিয়ে চুপ কেনো?

৭. মমতা ব্যানার্জ্জী রোহিঙ্গা মুসলমানদের সমর্থনে কথা বলছে কিন্তু কাশ্মীরী পন্ডিতদের বেলায় চুপ কেনো?

৮. মমতা ব্যানার্জ্জী হিন্দু সংগঠনগুলির বিরুদ্ধে সুর চড়িয়েছে কিন্তু জামাত, সিমির বেলায় চুপ কেনো?

৯. মমতা ব্যানার্জ্জী সঙ্ঘের বিদ্যালয়গুলোর ও বিশ্বহিন্দু পরিষদ ও অনান্য হিন্দু সংগঠনের  বিরোধীতা করেন কিন্তু বেআইনি মাদ্রাসার বেলায় চুপ কেনো?

১০. মমতা ব্যানার্জ্জী রামনবমী, বিজয়া দশমীর অস্ত্র মিছিলের বিরোধীতা করে কিন্তু মহরমের অস্ত্র মিছিলের বেলায়চুপ কেনো?

**) হজে গিয়ে মারাগেল যে মমতা ব্যানার্জি কয়েক লক্ষ টাকা দেয়, ইরাকে কাজে গিয়ে ISIS এর হাতে নিহত হওয়া বাঙালি হিন্দু শ্রমিকদের বেলা সেই মমতা ব্যানার্জ্জীই সম্পুর্ন নিরব কেন?

সত্যিই ভেবে পাইনা যে এই নেত্রীর প্রতি মানুষ  এখনো আশা রেখেছেন…

খুবই চিন্তার বিষয়:-

হাসনাবাদ, বাদুড়িয়া, স্বরুপনগর,,বসিরহাট, দেগংগা,  মিনাখাঁ,হাড়োয়া,বারাসত-1 এই ব্লক গুলোতে  কমকরে 15-20 লাখ বাংলাদেশী জিহাদীরা অনুপ্রবেশ করে বসে আছে 1993 সালের পর থেকে অনুপ্রবেশ বেড়েছে যা আজ বসিরহাট,বারাসত ডিভিশন দুটো তে মহামারী আকার নিয়েছে  ।।।

ঘুষখোর সরকারী কর্মচারী এদের সাথে যুক্ত , এরা প্রশয় না দিলে এত অনুপ্রবেশ ঘটতে পারে না ।, এদের সাথেই যুক্ত হয়েছে ভোটলোভী সিপিএম, তৃনমুল সরকারের তোষন নীতিমালা ।।।

বাংলাদেশীরা মাটি খুঁড়ে আসছে না আর পাতাল থেকে আসছে না আর আকাশ থেকে টপকাচ্ছেনা,চোখের সামনে কাটাঁতার টপকালেই ভারতের নাগরিক!!!

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুত্রে ভারতের মাটিতে 3 কোটি বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশ করে থাকছে ।।।

1981 সালে বাংলাদেশের জনসংখ্যা আর পাকিস্তানের জনসংখ্যা যথাক্রমে ছিল 12 কোটি ও 11 কোটি । পাকিস্তানের 11 কোটি জনসংখ্যা “আজ” বেড়ে 20 কোটি , কিন্তু বাংলাদেশের জনসংখ্যা তেমন বাড়েনি 16 কোটি তে থেমে রয়েছে ,,,,

এর মুল কারন বাংলাদেশের মুসলিম ভারতে চলে আসছে সেই কারণে বাংলাদেশের জনসংখ্যা যতটা বাড়ার কথা ছিল ততটা সেনসাসে বাড়েনি  । School a student Ra ki porche?? Syllabus ta kamon?? school a parjaptto teacher ache?? Parents Ra ki bolen???
Only parents should reply me..