মানবতাবাদী সেকুলাঙ্গা।
মানবতাবাদী সেকুলাঙ্গার : ——————————– একদম চল্লিশের দশকের শুরুর দিকে, যখন দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত ভাগের প্ল্যানিং চলছে, কমিউনিস্ট পার্টি মুসলিম লিগের দেশভাগের দাবিকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল। এইসময়ই কমিউনিস্ট পার্টির গঙ্গাধর অধিকারী তখন ‘অধিকারী থিসিস’ বাজারে ছাড়ে, : “ভারতীয় কোনাে জাতি নয়, ভারত আঠারােটি জাতিগােষ্ঠীর সমষ্টি।” দেশভাগ প্রসঙ্গে কমিউনিস্টদের স্লোগান ছিল ‘পাকিস্তান মানতে হবে, তবেই ভারত স্বাধীন …