পুষ্পা

পুষ্পা: একজন চলচ্চিত্র অভিনেতা জনসাধারণের কাছে সবচেয়ে সুন্দর বার্তা কী দিতে পারেন?

পুষ্পা: একজন চলচ্চিত্র অভিনেতা জনসাধারণের কাছে সবচেয়ে সুন্দর বার্তা কী দিতে পারেন? পুষ্পের মালিকের নাম ছিল ‘কোন্ডা রেড্ডি’। যে ডিএসপি পুষ্পকে ধরেছে তার নাম ‘গোবিন্দম’।

যে পুলিশ সদস্য পুষ্পকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তার নাম ‘কুপরাজ’।

পুষ্পের সবচেয়ে বড় শত্রুর নাম ছিল ‘মঙ্গলম শ্রীনু’। যে পুষ্পকে হত্যা করতে চেয়েছিল, শ্রীনুর শ্যালকের নাম ছিল “মোগলিস”।

ডন কোন্ডা রেড্ডির বিধায়ক বন্ধুর নাম ছিল “ভূমিরেডি সিদাপ্পা নাইডু”।

লাল চন্দনের সবচেয়ে বড় ক্রেতা ছিলেন মুরুগান।

আমিও ছবিটি পছন্দ করেছি কারণ চরিত্র জ্ঞানী কেউ সেলিম বা জাভেদ ছিল না। কোন করুণা ছিল না দিল আব্দুল চাচা। সুলেমানও পাঁচ ওয়াক্ত নামাজী ছিলেন না।

সেখানে আলী-আলীও ছিল না, মওলা-মুলাও ছিল না। দরগাহ ছিল না, মসজিদ ছিল না, আজান ছিল না। সুফিয়ানাও সিয়াপা ছিলেন না।

তাদের কপালে ছিল লাল চন্দনের তিলক। মন্দির ছিল। মন্ত্র ছিল। সংস্কৃত শ্লোক।

কাজ শুরু করার আগে দেবীর পূজা করা হয়। চেকপোস্ট দিয়ে যাওয়ার সময় নববধূ ও কনেকে উপহার দেওয়ার রীতি ছিল। প্লেটে খাবার ছিল। দেশীয় পোশাক। তার প্রথা ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ছিল।

বলিউডে আমি অনেক মিস করি এবং আমার মতো অনেকেই করতেন। বলিউডের দর্শকদের সাউথ সিনেমার দিকে ঝুঁকে পড়ার এটাও একটা কারণ।

পুষ্পা
পুষ্পা পুষ্পা

 

আমি এখানে উল্লেখ্য করতে চাই, উপরে যে নাম গুলো বাদ গিয়েছে তাদে দর্শন এই চলচিত্র জগৎকেই ঘৃণ্য করে, তাদের দর্শন অনুযায়ী সিনেমাই হারাম।

সতরাং যারা ভারতে বসে আরবে সংস্কৃতি নিয়ে পড়ে আছেন তারা নিজেদের অজান্তে আরব ধর্মকে অবমানা করে চলেছে।

পরিচালনা

ছবির পরিচালক সুকুমার গল্প লিখেছেন, তাই তিনি শেষ অবধি স্ক্রিপ্টের উপর তার আঁকড়ে ধরে রাখতে পেরেছেন। প্রতিটি চরিত্র এমনভাবে বোনা হয় যা গল্পের একটি অপরিহার্য অংশ বলে মনে হয়।

টি একটি সম্পূর্ণ আল্লু অর্জুন চলচ্চিত্র। তার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাকশন দৃশ্য, ডায়লগ ডেলিভারি সবকিছুই চমৎকার। এটি আল্লু অর্জুনের সেরা সিনেমাগুলির মধ্যে একটি। ছবির প্রতিটি দৃশ্যে আল্লু অর্জুন আধিপত্য বিস্তার করেন।

‘যে আছে সামনে, মাথা নত করবো না’…,’

“পুষ্প নাম শুনেই কি বুঝলে ফুল…ফুল আগুন নয়”…

 

এরকম মুভি দেখার পর মনে হয় হ্যাঁ আমরা আমাদের দেশেই আছি…………… সনাতনী ভারত শুধু ভূমিতে।

আমাদের পাশে থাকতে একটি লাইক দিয়ে রাখুন।-ধন্যবাদ

আর পড়ুন….