ইসলাম ধর্ম ছেড়ে ঘরে ফিরে আসা Soma Haldar এর অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত……

ইসলাম ধর্ম ছেড়ে ঘরে ফিরে আসা Soma Haldar এর অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত……

হিন্দু সমাজে ধর্ম আচরণের প্রায় সবকটি যেমন পুজো দেওয়া,রোজ সন্ধ্যাবাতি দেওয়া থেকে পুজোতে অঞ্জলি দেওয়া সবকিছু মেয়েরা করে থাকে। কিন্তু ধর্মরক্ষার কাজ কিন্তু শুধুমাত্র পুরুষরাই করে থাকে। সেখানে মহিলাদের অংশগ্রহণ নগন্য। কিন্তু হিন্দু সমাজের মহিলারা আজ লাভ জিহাদের শিকার,তারা যৌন শোষণের শিকার,তাদেরকে পাচার করে দেওয়া হচ্ছে ।আর এসব করে চলেছে জিহাদি শক্তিরা-যারা হিন্দু ধর্মকে বিনাশ করতে চায়। এই শক্তি অসুর শক্তির চেয়ে কোনো অংশে কম নয়।  ধর্মের এমন সংকটের  সময়ে ধর্ম রক্ষার কাজে মেয়েদের অংশগ্রহণ জরুরি বলে আমি মনে করি। কারণ আমাদের ধর্মে এমন উদাহরণ রয়েছে যখন দেবতারা ব্যর্থ হয়েছিলেন অসুর শক্তির বিনাশ করতে, তখন দেবতারা মা দূর্গার হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন।মা কালী অস্ত্র হাতে অসুরদের বিনাশ করেছিলেন।  বর্তমানে আমাদের হিন্দু সমাজের মেয়েদের ধর্ম রক্ষায় কাজ করা জরুরি,প্রয়োজনে নিজের সম্মান-সম্ভ্রম রক্ষায় অস্ত্র তুলে নেওয়াও দরকার। সেই কারণে হিন্দু মহিলাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে জিহাদি শক্তির বিরুদ্ধে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। যে যেভাবে সহায়তা করতে পারেন, সেটাই স্বাগত। কারণ ধর্ম রক্ষার কাজের গুরুত্ব যদি বাড়ির মহিলারা না বোঝে,তাহলে পুরুষকে পিছু টানবে। কিন্তু ধর্ম রক্ষার লড়াই-এর গুরুত্ব যদি বোঝে মহিলারা,তাহলে তারা বাড়ির পুরুষদের এগিয়ে দেবে। তাছাড়া মেদের সমস্যায় মেয়েরা বেশি করে এগিয়ে এলে সমাধান আরো সহজ হয়। তাই এক বিশাল হিন্দু নারী শক্তির জাগরণ হোক এই বাংলায়- যারা শুধুমাত্র সংসার আর সন্তান দেখবে না, পুরুষদের সঙ্গে সমানভাবে ধর্ম রক্ষার লড়াইতে গুরুত্বপূর্ণ যোগদান দেবে।