কফিবাজ চিনের চোখ এবার ISRO দিকে….!!

#LOL #China
“মহাকাশ গবেষণায় ভারতের সাথে যৌথভাবে কাজ করতে খুবই আগ্রহী চীন।” এমনই মন্তব্য করেছেন খোদ চীনের মহাকাশ গবেষণা সংস্থা ‘China Aerospace Science and Technology Corporation (CASC)’ এর চিফ ইঞ্জিনিয়ার Sun Weigang……
শয়তান চীনের ধান্দাটা পরিস্কার। যৌথভাবে কাজ করার নামে ভারতের মহাকাশ বিজ্ঞানের প্রযুক্তি চুরি করা ।😂😂
বেজিং এ তিন দিন ব্যাপী ‘Global Space Exploration Conference (GLEX) 2017’ আয়োজন করেছে চীন। সারা বিশ্বের বহু দেশ তাদের মহাকাশবিজ্ঞানীদের সেখানে পাঠিয়েছে। কিন্তু প্রতাশ্যিত ভাবেই শত আমন্ত্রণ সত্ত্বেও মহাকাশ বিজ্ঞানে পৃথিবীর অন্যতম অগ্রণী দেশ ভারত সেখানে অনুপস্তিত।😉😉
:
আপনারা হয়ত অনেকেই জানেন না যে ইজরায়েলকে পর্যন্ত মহাকাশ বিজ্ঞানের প্রযুক্তি দিয়ে সাহায্য করে ইসরো । সেখানে কপিবাজ চায়না ইসরো পর্যন্ত ঢুকতে পারলে কার্যত স্বর্গলাভ করবে।সূঁচ থেকে স্যাটেলাইট আজ পর্যন্ত চীনারা যা করেছে সবই রাশিয়া,আমেরিকা,ইজরায়েল কিংবা ইউরোপীয়ান দেশগুলির প্রযুক্তি চুরি করে।এবার নজর পরেছে আমাদের উপর।