কিছু প্রশ্ন মুসলিম ভাইদের কাছে…….????

আপনি রোজা রাখেন আমার সমস্যা হয়না৷ আপনি ধৰ্ম পালন করেন নামাজ পড়েন আমার সমস্যা হয়না৷ আপনি ধৰ্ম প্রচার করেন, ধৰ্ম শেখান আমার তাতেও আপত্তি নেই৷ আপনি আল্লাহ মানেন সেটা আপনার বিশ্বাস আপনি পালন করেন আমার কখনো তাতে সমস্যা হয়নি৷ আপনি একমাস করুন আর এক বছর অনশন করুন কিংবা দিনে না খেয়ে রাতে দুদিনের খান আমার সমস্যা নেই, আপত্তি নেই৷ যার জন্য আমি কখনো আপনাকে নিষেধ করতে যাইনি, জোর করতে যাইনি৷ তবে আপনার এত আপত্তি কেন?

আমি যখন আপনার মতে বিশ্বাসি নই কিংবা সৃষ্টিকৰ্তা বিশ্বাসি হইনি তখন আপনি বলেন আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন৷ আপনার কামনায় চিড়া ভিজুক কিংবা না ভিজুক তাতে কিন্তু আমি আপনার সঙ্গে দূৰ্ব্যবহার করিনি, ঝগড়া ফ্যাসাদে ও যাইনি৷ আল্লাহ যদি সিল মোহর মেরে রাখেন, হেদায়েত না করেন কিংবা আপনার কামনা না শুনেন তাতে আমার কি করার আছে? সে জবাবদিহি আমি করব না৷ আপনি তার কাছে জবাবদিহি চাইবেন৷ তাই বলে আমাকে আপনি জোর পূৰ্বক বাধ্য করতে পারেন না৷ বাধ্য করার মালিক যদি আল্লাহ মনে করেন তাহলে আপনি তার উপরে মাতব্বরি করেন কিভাবে? আপনি বিচারক বনে গেলে আপনিতো আল্লাহ হয়ে গেলেন৷ আপনার সাহস হয় কি করে আল্লাহর সাথে পাল্লা দেয়ার? তিনি বিচারক, তিনি করুনাময় দয়ালু আপনি বলে আবার আপনি বিচারক হতে যান কেন?

এই যে কিছুদিন আগে রোজা রাখেনা বলে গ্রামের সবার সামনে যে ছেলেটাকে কানে ধরিয়ে উঠবস করালেন৷ তাতে কি ছেলেটা অপমানে ধাৰ্মিক হয়ে যাবে? এই যে নিউজে ঢাকার কল্যানপুর নামক এলাকায় খাবারের দোকানগুলো বন্ধ করলেন৷ চায়ের কেতলিতে বালি, তরকারি ভাতে পানি বিভিন্নভাবে খাবার নষ্ট করলেন তাতে কি তারা রোজা রাখবে? রিজিকের মালিক আপনি নাকি আল্লাহ? আপনার কোন ব্যপারে আপত্তি না থাকলেও এসবে আপত্তি আছে আমার৷ শুধু আপত্তি নয় ঘৃনাও আছে সাথে৷ কেন জানতে চান?

আপনি হাজী উনি হুজুর৷ রিসকার গদিতে আরাম করে পাছাটা ভালভাবে বসিয়ে, পেটটাকে ভাজ করে আয়েশে বসে দাড়িতে হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করেন রিসকা ওয়ালাকে এই রোজা রেখেছিস? নাহ বললে একেবারে নবাবজাদার মত বড় বড় বয়ান দেন ধৰ্ম নিয়ে৷ একবার গদি থেকে নেমে রিসকা ওয়ালাকে পিছনে বসিয়ে চালিয়ে দেখুন৷ ধৰ্ম পাছা দিয়ে ঘাম হয়ে বেড়ুবে৷ পেট বলবে খাবার দে, গলা বলবে পানি৷ পরের খেয়ে মানুষের তালুতে নুন রেখে বড়ই খেয়ে ধৰ্ম করেন? শ্রম ধর্ম দিয়ে কাজ করে খান একবার? চৰ্বি কমে যাবে৷ দোকানগুলোযে বন্ধ করছেন এই শ্রমজীবি মানুষগুলো কি খাবে? নাকি আপনি রোজা রাখলে সবাইকে রোজা রাখতে হবে এটা সংবিধান৷ কোরানের কোন পাতায় লিখা আছে যে রোজার সময় দোকান বন্ধ রাখতে হবে?

গজল বানালেন কোরআন না মানলে বাংলাদেশ থেকে চলে যেতে হবে৷ ভারত চলে যেতে বললেন৷ কেন, দেশটা কি কিনে নিয়েছেন নাকি? এভাবে কি মানুষকে ধৰ্মের দাওয়াত দেন? মনে করেছেন এসব করলে দাওয়াত খাবে মানুষ? আল্লাহর আর ক্ষমতা রইলো কি? আপনিইতো আল্লাহকে মানছেন না৷ বড় নাস্তিকতো আপনি৷ তাহলে নাস্তিক মারতে বলছেন কাকে? নাকি পাগলের প্রলাপ বকছেন?

জাকির নায়েক কিংবা সাঈদির দিকে একবার তাকান৷ জনসমক্ষে তারা ধর্মান্তরিত করে কিংবা ইসলাম গ্রহণ করায়৷ কখনো কি তাদের বার বার একই কাজ করার পর ও কেউ হামলা করতে দেখেছেন? তবে কেউ যদি বলে আমি ইসলাম ত্যাগ করলাম তখন আপনারা হামলা, নিৰ্যাতন, শোষন করেন কেন? এতটুকু পরিমাণ জ্ঞান কি আপনাদের নেই যে এসব কখনো মানুষকে কিছু শেখায় না বরং ঘৃনার জন্ম দেয়? ভালবাসার ভাল ভাল কথা ঝাড়েন, পৃথিবীর শান্তি মায়া মমতার কথা ঝাড়েন, আবেগের শতভাগ আপনি ঢালেন শুধু ধৰ্ম এলেই কেমন পশু হয়ে উঠেন৷ এ কেমন তরিকা? এতে ধৰ্ম সম্পৰ্কে বিরক্ত হবে নাতো কি আপ্লুত হবে?

কিছুদিন আগে রাঙামাটির লংগদুর একটা চাকমা মেয়ের কথা পড়লাম৷ একটা বয়স্ক মুসলমানকে একটা চাকমার ছেলে প্রায় সময় ঔষধ বাকী দেয়৷ মুরুব্বি ঐ চাকমার ছেলেটাকে ছেলের মতই স্নেহ করেন এবং অসুখে বিসুখে ছেলেটার কাছে চিকিৎসা নেন৷ শুধু মাত্র পাহাড়ী বাঙালি গুজবের সূত্র ধরে এতদিনের সব স্নেহ মাটিতে মিশে গেল৷ মুরব্বি ছেলেটার দোকান ভাঙ্গছে আর ছেলেটাকে মারছে৷ কতটুকু পশু হলে এমন করে মানুষের সাথে মানুষ? আর আপনারা প্রায়ই বলতে শুনি পাহাড়ী-বাঙালি৷ আজবতো? হিন্দুরা বাঙালি না? বৌদ্ধ সম্প্রদায় কিংবা খ্রিষ্টিয়ানরা কি বাঙালি না? এরাতো কেউ যাচ্ছেনা মারতে৷ যাচ্ছে কারা? পাহাড়ী-মুসলিম না বলে বাঙালির উপর ফেলেন কেন? প্রানী জগতে এভাবে দিনের পর দিন জোর, জুলুম, শোষন, তোষন, অত্যাচার, অনাচার, খুন, গুম, ধৰ্ষন আর ঘৰ্ষনে ইসলাম হয়ে উঠেছে ভিন্ন এক প্রানী৷ বুকে হাত দিয়ে বলুনতো এ দোষ কার? বলুন এ দায় কার? এর জন্য কারা দায়ী? ইসতেমায় গিয়ে কোনদিন সবার জন্য শান্তি কামনা করেননি৷ শুধু মুসলমানদের জন্য দোয়া মাগেন৷ এটা কতটা মানবিক পরিচয় বহন করে? দয়ালুর ভক্তরা মায়াহীন হয় কি করে? শোষন আর শাষনের পাৰ্থক্যইতো আপনারা ভুলে যাচ্ছেন৷

রবীন্দ্রনাথ ঠাকুরকে ইচ্ছেমত গালি দেন৷ হিন্দু বলেন৷ ঠাকুর কি কখনো আপনাদের মত পরিচয় দিয়েছেন যে তিনি হিন্দু? তিনি কি হিন্দু হবার দাওয়াত কিংবা হিন্দুত্ব প্রচার করতে দেখেছেন? আপনারাতো মানুষ পরিচয় দেননা, দেন মুসলমান পরিচয়৷ তিনি কি সেটা করেছিলেন? আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, সেটা রবীন্দ্র সংগীত বলে জাতীয় সংগীত মানতে পারবেন না৷ কারণ হলো তিনি হিন্দু পরিবারের সন্তান তাই সেটা হিন্দু সংগীত৷ তবে বাংলাওতো হিন্দুর৷ আপনারা বাংলা ছাড়তে বলেন কোন মুখে? এতই যদি বুঝেন, জানেন তবে আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ বলেছেন, তার মানে দাড়ায় বাংলা হিন্দুর৷ আপনারাই আরবে চলে যান যদি এতটুকু লজ্জা থাকে৷ যদি আপনাদের কথার দাম বিন্দু মাত্র থাকে৷ ঐ হিন্দু ঠাকুর দাড়ি গোফ রেখেছিলেন৷ তাহলে আজ থেকে দাড়ি গোফ আর রাখবেন না৷ জাত যাবে নইলে৷ আপনিতো মুসলমানের সন্তান তাইনা?

নজরুলকে নিয়ে ব্যঙ্গ করেন, নাস্তিক বলেন যদিও এত গজল আপনাদের জন্য লিখেছেন৷ ঈদ পালন করবেন নজরুলের গান দিয়ে৷ রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ৷ লজ্জা করেনা তখন? তিনিওতো পরিচয় দেননি আমি মুসলমান৷

আপত্তি আমাদের আপনার বেলায় নেই৷ আমাদের বেলা আপনাদের যত আপত্তি৷ নিজেরা ভাবুন, কারা ইসলামকে অপমান করছে? প্রশ্ন করুন মনকে৷ মনকে ব্যস্ত রাখুন৷ অলস মাথায় ভৰ্তি ছাথায়৷ আর আল্লাহকে নিয়ে আপনাদের ভাবতে হবেনা৷ আপনারা কি করছেন তা ভাবুন৷ আল্লাহ যখন সৰ্ব শক্তিমান তখন ওনার, আপনার ভাবনার কিংবা ইবাদতের প্রয়োজন পড়েনা৷ উনি বিচার করবেন বলে বিচারক৷ আপনি আসামি হয়ে বিচার করতে যাবেন না তাহলে বিচারকের মূল্য বিন্দু থাকেনা৷
Kangaly Fokir Chasii